E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যমুনা নদীর বুকে জেগে ওঠা চরে ফসল চাষ,কৃষকের মুখে হাসি

২০১৫ এপ্রিল ২৪ ২১:০২:৪৭
যমুনা নদীর বুকে জেগে ওঠা চরে ফসল চাষ,কৃষকের মুখে হাসি

আব্দুস সালাম বাবু, বগুড়া:  যমুনা নদীর বুকে জেগে ওঠা চরে ফসল চাষ করে দিন ফিরিয়ে এনেছেন কৃষকরা। বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীর অনাবাদি চরের জমিতে মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, বাদাম চাষ করছে চাষিরা। ইতিমধ্যে চরে চাষ করা মিষ্টি কুমড়া বাজারে বিক্রি শুরু করেছে। বাড়তি ফসল চাষ করে কৃষকের মুখে হাসি ফুটেছে।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের খেপির পাড়া যমুনা নদী বিধৌত চরগ্রামে ৮০ বিঘা অনাবাদি জমিতে মিষ্টি কুমড়ার চাষ করেছেন সাখাওয়াত হোসেন ধলু নামে এক কৃষক। মিষ্টি কুমড়ার ফলনও বাম্পার হয়েছে।

তিনি জানান, পঞ্চগড়-ঠাকুরগাঁওয়ে ব্যবসার কাজে গিয়ে তিস্তা নদীর চরে বালু জমিতে মিষ্টি কুমড়ার চাষাবাদ দেখে উদ্বুদ্ধ হয়েছিলেন তিনি মিষ্টি কুমড়া চাষে। হাটশেরপুর ইউনিয়নের বন্যানিয়ন্ত্রণ বাঁধ হতে প্রায় ৫ কিলোমিটার দূরের খেপিরপাড়া চরগ্রামে নিস্ফলা বালুময় জমিতে অন্যত্র থেকে দোআঁশ মাটি সংগ্রহ করে এবং ৬ হাজার খড়া (গাছ চাষের জন্য গর্ত) তৈরী করে মিষ্টি কুমড়া চাষ করেছেন। প্রতিটি খড়া তৈরী করতে তার খরচ হয়েছে ১০০ টাকা করে। জানুয়ারি মাসে বন্যার পানি নেমে যাওয়ার পর চাষাবাদ করা হয়। মিষ্টি কুমড়ার ভাল ফলন পাওয়া গেছে। ধুধু চরেও ফসল ফলানো যায় বলে তিনি জানান।

স্থানীয় চাষিরা ওই চরের বুকে কম্পোস্ট সার ও গোবর ছিটিয়ে দিয়ে চাষের উপযুগি করে। অনাবাদি জমিকে আবাদি জমি তৈরী করে। সে তৈরীকৃত জমিতে দেশি ও হাইব্রিড জাতের মিষ্টি কুমড়াসহ বিভিন্ন জাতের ফসল ফলিয়েছে।সারিয়াকিন্দর খেপির পাড়া চর এলাকার আব্দুস সালাম জানান, জমি তেমন নেই। তারপর নদীর চরে জেগে ওঠা চরে কিছু কিছু বাদাম, মিষ্টি আলু চাষ করে থাকি। এই ফলনগুলো চরে ভাল হয়। চরের তো আর সীমা রেখা নেই। হাফ কিলোমিটার এরমত এলাকায় চীনা বাদাম ও মিষ্টি আলু চাষ করা হয়েছে। এরমধ্যে ৮ টাকা কেজি মিষ্টি আলু পাইকারিভাবে বিক্রি হয়েছে। খরচ বাদ দিয়ে মিষ্টি আলু থেকে ১৬ হাজার টাকা আয় পাওয়া গেছে।

তিনি জানান, যমুনার বুকে বিভিন্ন এলাকায় তার মত অনেক চাষিই অনাবাদি জমি তৈরী করে চাষবাস করছে। বগুড়ার সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা কামরুজ্জামান জানান, অনাবাদি জমিতে মিষ্টি কুমড়া, মিষ্টি আলুসহ বিভিন্ন সবজি ফসলের চাষ হয়েছে। কৃষি অফিস থেকে চরের চাষিদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়া হয়ে থাকে।


(এএসবি/এসসি/এপ্রিল,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test