E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাড়াশে কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ

২০১৫ এপ্রিল ২৯ ১৮:২৩:২৮
তাড়াশে কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : তাড়াশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার আউশ প্রনোদনা কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১১৫জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মধ্যে আউশ ধানের বীজ, সার বিতরণের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরে সরকারিভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বোরো ধান, গম, ভুট্টা, সরিষা, পিয়াজ সহ বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল বীজ বিতরণ করা হয়েছে। কৃষককে আউশ ধানের আবাদ করার উৎসাহ যোগাতে বর্তমান সরকার বিভিন্ন ভাকে সহযোগিতা করে আসছে। তারই প্রেক্ষাপটে গতকাল তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় আউশ প্রনোদনা কর্মসুচীর মাধ্যমে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ১১৫জন কৃষকের মধ্যে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া সার, ১০কেজি এমওপি সার, ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হক, ইউএনও মোহাম্মদ জিল্লুর রহমান খান, ভাইসচেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুস সালাম, তালম ইউপি চেয়ারম্যান আব্বাস আলী, মাগুড়াবিনোদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদব অধ্যাপক এম আতিকুল ইসলাম বুলবুল, উপজেলা কৃষকলীগের সভাপতি আমিরুল ইসলাম জ্যোতি মাস্টার প্রমুখ।

(এমএমএইচ/এএস/এপ্রিল ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test