E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নকলায় কৃষক প্রশিক্ষণ মাঠ দিবস অনুষ্ঠিত

২০১৫ মে ০৩ ১৮:১৫:০৯
নকলায় কৃষক প্রশিক্ষণ মাঠ দিবস অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় ৩ মে রবিবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট  (ব্রি) উদ্ভাবিত নতুন জাতের আটটি ধানের ট্রায়াল প্রদর্শনী এবং কৃষক প্রশিক্ষণ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ব্রি’র মহাপচিালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস এবং জাত উদ্ভাবনকারী কৃষি বিজ্ঞানীরা এ ট্রায়াল প্রদর্শনী ও মাঠ দিবসে উপস্থিত ছিলেন।

নকলার টালকি গ্রামের কৃষক গাজীউর রহমানের ক্ষেতে আবাদ করা ট্রায়াল প্রদর্শনীর শষ্য কর্তন করে দেখা যায়, লাগানোর ১৫০ দিনে জিংক সমৃদ্ধ ব্রি-ধান ৬৪ হেক্টর প্রতি ফলন হয়েছে ৭ দশমিক ৩৬ টন। ‘সরুবালাম’ নামের ব্রি-৬৩ জাতের ধান ১৪৮ দিনে ফলন হয়েছে ৭ দশমিক ৭ টন। তবে ১৫৮ দিন জীবনকারে ব্রি-৫৮ জাতে ফলন মিলেছে ৮ দশমিক ৯৮ টন, আর ব্রি-৫৫ জাতের ধানে ১৫৪ দিনে ফলন হয়েছে ৮ টন।

এছাড়া ১৫১ দিনে বি-৫৯ জাতে ৭ দশমিক ৯৩ টন ফলন হয়েছে, হাইব্রীড-৩ জাতে ১৫০ দিনে ফলন হয়েছে ৮ দশমিক ৬৭ টন। আর সবচেয়ে কম জীবনকালের নেরিকা মিউট্যান্ট জাতের ধানে ১৪১ দিনে হেক্টর প্রতি ফলন মিলেছে ৭ দশমিক ৬৭ টন।

ব্রি’র মহাপারিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা ব্রি’র বিজ্ঞানীরা নতুন নতুন ধানের জাত উদ্ধাবন করে থাকি। সেসব নতুন নতুন জাত কৃষক পর্যায়ে জনপ্রিয় করতেই এ ধরনের ট্রায়াল প্রদর্শনী এবং কৃষক প্রশিক্ষণ মাঠ দিবসের আয়োজন করা হয়। তিনি বলেন, এখানে যা ফলন পাওয়া গেছে সেটা খুবই আশাব্যঞ্জক। এ অঞ্চলের জন্য বোরো মৌসুমে আবাদ উপযোগী এসব নতুন ধানের জাত কৃষকদের মাঝে আগ্রহ সৃষ্টি করবে বলে আমি আশাবাদি।

বিকেলে কুর্শা গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহাতায় ব্রি’র ফলিত গবেষণা বিভাগের আয়োজনে এক কৃষক প্রশিক্ষণ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে ব্রি-ধান ৫০, ব্রি ধান-৫৮ ও ব্রি ধান-৫৯ চাষ পদ্ধতি, বীজ সংরক্ষণ ও চাষ সম্প্রসারণ সম্পর্কে কৃষকদের অবহিতকরণ করা হয়।

শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক ড. মো. আব্দুছ ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রি’র মহাপারিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস। অন্যান্যের মধ্যে ব্রি’র পরিচালক (প্রশাসন) ড. শাহজাহান কবীর, গবেষণা পরিচালক ড. আনসার আলী, উদ্ভিদ প্রজনন বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তমাল লতা আদিত্য, ফলিত গবেষণা বিভাগের প্রধান ড. সফিকুল ইসলাম মমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান লিটন, কৃষক আব্দুল মন্নাফ খান প্রমুখ বক্তব্য রাখেন।

(এইচবি/এএস/মে ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test