E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে শস্য কর্তন মাঠ দিবস অনুষ্ঠিত

২০১৫ মে ০৫ ১৯:১৬:৫৮
শেরপুরে শস্য কর্তন মাঠ দিবস অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি : শেরপুরে বোরো আবাদে গুটি ইউরিয়া প্রয়োগে এপ্লিকেটর প্রযুক্তি ব্যবহারের ওপর ৫ মে মঙ্গলবার এক শস্য কর্তন মাঠ দিবস হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আইএফডিসির সহায়তার কৃষি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ প্রকল্প-আপি শেরপুর সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে এ মাঠ দিবসের আয়োজন করে।

মাঠ দিবসে স্থানীয় কৃষক আব্দুল লতিফের সুপার হাইব্রীড-৮ জাতের আবাদ করা প্রদর্শনী প্লটের শস্য কর্তন করে দেখা যায়, এপ্লিকেটর দিয়ে গুটি ইউরিয়া প্রয়োগে হাতে পুতা কিংবা ছিটানো ইউলিয়া ব্যবহারের চাইতে একর প্রতি ধানের ফলন পার্থক্য দাঁড়িয়েছে ১১ তেকে ২২ মণ। এপ্লিকেটর দিয়ে গুটি ব্যবহারে একর প্রতি ফলন হয়েছে ৯২ মণ। সেখানে হাতে গুটি পুঁতে ফলন মিলেছে ৮৩ মণ এবং ছিটানো ইউরিয়ায় ফলন হয়েছে ৬৬ মণ ধান।

প্রদর্শনী প্লটের পাশে অনুষ্ঠিত মাঠ দিবসে আপি প্রকল্পের ডেপুটি চীফ অব পার্টি ড. ইয়াম কান্তা গাইহারি, এপ্লিকেটর আবিষ্কারক ড. আব্দুল ওয়াহাব, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জলি, এফএমও আবুবকর সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।

স্থানীয় গ্রাম সরকার মো. খাদেম আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শস্যকর্তন মাঠ দিবসে এলাকার ১০০ কৃষক-কৃষানী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন।

(এইচবি/এএস/মে ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test