E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে আগাম জাতের মোজাফফর লিচু

২০১৫ মে ১৩ ১৬:৩৭:৪১
নাটোরে আগাম জাতের মোজাফফর লিচু

নাটোর প্রতিনিধি : মধুমাস জ্যৈষ্ঠ আসতে আর মাত্র একদিন বাকি। এরই মধ্যে নাটোরের বাজারগুলোতে আগাম জাতের মোজাফফর লিচু উঠেছে। প্রায় সপ্তাহ খানেক আগে থেকেই বাজারে লিচু দেখা যাচ্ছে।  দফায় দফায় ঝড়, শিলা বৃষ্টিসহ প্রাকৃতিক বিভিন্ন প্রতিকূলতার কারেণ লিচু চাষীরা নির্ধারিত সময়ের আগেই লিচু বিক্রি করছে। তবে এসব লিচু বেজায় টক, তাই দামটাও কম। লিচু মিষ্ঠি না হওয়ায় দামটাও কম। টক লিচুর প্রতি ক্রেতাদের তেমন আগ্রহ নেই।

মঙ্গলবার সরজমিনে গিয়ে শহরের ট্রাফিকমোড়, নীচাবাচার, ষ্টেশনবাজার, মাদ্রাসা মোড়ে ঘুরে দেখা গেছে দোকানিরা লিচুর পসরা সাজিয়ে বসেছেন। ক্রেতাদের সামনে দাম হাঁকছেন। ১০০ লিচু বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকায়।
ট্রাফিক মোড়ে লিচু কিনতে আসা কান্দিভিটা এলাকার শামিম হোসেন জানান, বছরের নতুন ফল লিচু কিনতে এসেছেন তিনি। তবে বাজারে আসা এসব নতুন লিচু এখন টক থাকায় ৫০পিচ লিচু কিনেছেন। এনএস কলেজের শিক্ষার্থী অনামিকা দাসগুপ্ত জানান, মৌসুমের শুরুতেই প্রথম কোন ফল খাওয়াটা আনন্দের। তাই বাজারে লিচু কিনতে এসেছেন। ১০০পিচ লিচু ১৯০ টাকায় কিনেছেন। হোষ্টেলে সহপাঠিদের নিয়ে এই রসালো ফল খাবেন।
লিচু ব্যবসায়ী সাগর জানান, বাজারে পুরোদমে লিচুর আমদানি হয়নি। জেলার গুরুদাসপুরের কিছু লিচু বাজারে এসেছে। আগাম জাতের লিচু কিছুটা টক রয়েছে। মোজাফর জাতের মিষ্টি লিচু বাজারে আসতে এখনও ৩/৪ দিন দেরি হবে। এছাড়া মুম্বাই জাতের লিচু আসতে আরো দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে। তবে চলতি বছরের শিলা বৃষ্টি ও ঝড়ে লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। টক লিচু ১’শ পিচ লিচু ২০০ টাকার মধ্যে পাওয়া গেলেও মিষ্টি জাতের লিচু অন্তত ২৫০ টাকা থেকে ৩০০ টাকায় কিনতে হবে ।
নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ আলহাজ্ব উদ্দিন জানান, জেলায় ৩০০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। কৃষকদের হতাশ হওয়ার কিছু নেই। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে বাম্পার ফলন হবে।
(এমআর/পিবি/মে ১৩,২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test