E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে কম্বাইন হারভেস্টার যন্ত্রের প্রদর্শনী

২০১৫ মে ১৪ ১৫:০০:৫৬
শেরপুরে কম্বাইন হারভেস্টার যন্ত্রের প্রদর্শনী

শেরপুর প্রতিনিধি : ফসলের মৌসুমে এখন শ্রমিক সংকট প্রকট। শ্রমিকের উচ্চ মূল্য ও সংকট বিবেচনায় খরচ কমিয়ে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি খামার যান্ত্রিকীকরণের লক্ষ্যে সরকার কৃষিতে নতুন নতুন প্রযুক্তি প্রবর্তনের চেষ্টা করছে। শেরপুরে ‘কম্বাইন হারভেস্টার’ নামে একসাথে ধান কাটা-মাড়াই-ঝাড়াই করা যায় এমন এক যন্ত্রের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার শেরপুর সদর উপজেলার জঙ্গলদী গ্রামে বোরো আবাদে ‘কম্বাইন হারভেস্টার’ যন্ত্রের এ প্রদর্শনীতে এলাকার শত শত কৃষাণ-কৃষানী উপস্থিত থেকে যন্ত্রটির ধান কাটা-মাড়াই-ঝারাই স্বচক্ষে প্রত্যক্ষ করেন। এসময় কৃষাণ-কৃষানী ও কৃষি কর্মকর্তরা আশাবাদ ব্যক্ত করে বলেন, কৃষি ক্ষেত্রে যন্ত্রটি নতুন সম্ভাবনার সৃষ্টি করবে।

প্রদর্শনী মাঠ দিবসে খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় ইউপি মেম্বার মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা, স্থানীয় কৃষক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। প্রদর্শনী মাঠ দিবসে এলাকার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
(এইচবি/পিবি/মে ১৪,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test