E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আদমদীঘিতে ধানের বাম্পার ফলন, দাম কম হওয়ায় কৃষক হতাশ

২০১৫ মে ১৮ ১৮:০৪:২৫
আদমদীঘিতে ধানের বাম্পার ফলন, দাম কম হওয়ায় কৃষক হতাশ

বগুড়া প্রতিনিধি : দেশের শস্য ভান্ডার বলে খ্যাত বগুড়ার আদমদীঘি উপজেলায় পুরোদমে চলছে ইরি-বোরো ধান কাটা-মাড়াই কাজ।আদমদীঘি উপজেলাতে এবার গত বছরের তুলনায় এবারও রেকর্ড ভঙ্গ করে ইরি-বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।

প্রতি বিঘা জমিতে প্রকার ভেদে ২০ মণ থেকে ২২ মণ পর্যন্ত ধানের ফলন হয়েছে। বর্তমানে হাট-বাজারে ধানের দাম কম হওয়ায় কৃষকেরা হতাশায় ভুগছেন। গত বছরের তুলনায় এবার ধানের দাম কমেছে মণ প্রতি ১৫০ টাকা থেকে ২০০ টাকা। উপজেলার কয়েকটি হাট বাজার ঘুরে দেখা গেছে জিরাশাইল ধান ৭ শত টাকা ,মোটা জাতের ধান ৬০০থেকে ৬৫০টাকা দরে বেচা-কেনা চলছে। আদমদীঘি উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার আনিছুর রহমান জানান, চলতি মৌসুমে এই উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন মিলে এবার ১২ হাজার ৮০০ হেক্টর জমিতে ইরি বোরো ধান চাষ করা হয়েছে। এতে গড়ে হেক্টর প্রতি ৪ মে. টন চাউল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। চলতি মৌসুমে এই উপজেলায় উৎপাদিত ধানের লক্ষ্য মাত্রা ধরা হয়েছিল ৩.৮৭ মে. টন। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় এবার ধানের বাম্পার ফলন হয়েছে।

তিনি আরোও জানান, এবার উপজেলার কৃষকরা তাদের চাহিদা মোতাবেক সার, বীজ, পানি সেচ ও বিভিন্ন কৃষি উপকরণ সুষ্ঠ ভাবে পাওয়ার ফলে নির্বিঘেœ ইরি-বোরো ধান উৎপাদন করতে পেরেছে। জানা যায়, সরকারি ভাবে কৃষকের নিকট থেকে এখনও ধান কেনা শুরু হয়নি। আদমদীঘির গোবিন্দপুর গ্রামের নজরুল ইসলাম,বশিকোড়ার হাফিজুর রহমান,কাজীপুর গ্রামের শহিদুল ইসলাম, আব্দুল হামিদ, মুকুল হোসেন, জলিল,শালগ্রামের মিজানুর রহমান,মাহবুবুর আলম,তারাপুর গ্রামের মিলন, রয়েল, সান্দিড়া গ্রামের কাজী জামিল, দমদমা গ্রামের গোলাম ফিরোজ, কাশিমিলা গ্রামের গোলাম রব্বানী জানান, ইরি-বোরো আাবাদ, বীজ রোপণ, পানি সেচ, আগাছা পরিস্কার ও ধান কাটা মাড়াই করতে বিঘা প্রতি সাড়ে ৬ হাজার থেকে ৭ হাজার টাকা খরচ হয়েছে।

ধানের ফলন ভালো হওয়া সত্বেও গত বারের চেয়ে এবার ধানের দাম কম হওয়ায় কৃষকরা হতাশায় ভুগছেন। তবে কৃষকরা আশা করছেন কয়েক দিনের মধ্যে ধানের ভালো দাম পাওয়া যাবে। এ ব্যাপারে আদমদীঘি উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ শাহাদুজ্জামান জানান, সুষম সার ব্যবহার ও ধানে রোগ বালাই কম থাকায় বাম্পার ফলন হয়েছে।

(এএসবি/এএস/মে ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test