E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়া কৃষি তথ্য সার্ভিসের অফিস পাবনায় স্থানান্তরের ষড়যন্ত্র

২০১৫ জুন ০৩ ২১:০৪:০০
কুষ্টিয়া কৃষি তথ্য সার্ভিসের অফিস পাবনায় স্থানান্তরের ষড়যন্ত্র

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কৃষকদের কৃষি তথ্য ও প্রযুক্তি সরবরাহের লক্ষ্যে স্থাপিত কৃষি তথ্য সার্ভিসের জেলা অফিস পাবনায় স্থানান্তরের ষড়যন্ত্র হচ্ছে।

ফলে কৃষি তথ্য প্রাপ্তি হতে বঞ্চিত হতে যাচ্ছে কুষ্টিয়া ও পার্শ্ববর্তী এলাকার লক্ষাধিক কৃষক।

সংশ্লিষ্ট সূত্র মতে, ২০১৩ সালের শেষ দিকে কৃষি মন্ত্রণালয়ের “কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের মাধ্যমে ডিজিটাল কৃষি তথ্যের প্রচলন ও গ্রামীণ জীবনমান উন্নয়ন” শীর্ষক প্রকল্পের সহায়তায় কুষ্টিয়াসহ ঢাকা, শেরপুর, গোপালগঞ্জ, বগুড়া, দিনাজপুর, চাঁদপুর, মৌলভীবাজার, বান্দরবান ও কক্সবাজার জেলায় স্থাপিত হয় কৃষি তথ্য সার্ভিসের “জেলা অফিস”।

কৃষকের দোরগোড়ায় কৃষির আধুনিক তথ্য ও প্রযুক্তি যথা সময়ে পৌঁছে দেয়াই ছিল প্রধান উদ্দেশ্য। তাছাড়া কৃষকের সুবিধা-অসুবিধা, সফলতা, ভবিষ্যৎ পরিকল্পনা গণমাধ্যমে প্রচার-প্রসারের ব্যবস্থা করে কৃষককে উদ্বুদ্ধ করা এবং সর্বোপরি কৃষির উৎপাদন বৃদ্ধি করা।

প্রকল্পের সহায়তায় কৃষি তথ্য সার্ভিসের জেলা অফিসের মাধ্যমে ইতোমধ্যে নানা কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হয়েছে। কৃষি তথ্য সরবরাহের লক্ষ্যে জেলার প্রতিটি উপজেলায় একটি করে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (এআইসিসি) স্থাপন করা হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষির আধুনিক প্রযুক্তি বিষয়ক ভিডিও প্রদর্শনের জন্য এআইসিসিগুলোতে সরবরাহ করা হয়েছে ল্যাপটপ ও প্রজেক্টর মেশিন।

কৃষকের মাঠের রোগবালাই ও পোকামাকড়ের সমস্যা কৃষি বিশেষজ্ঞের নিকট দ্রুত জানিয়ে সমাধান নেয়ার জন্য প্রদান করা হয়েছে ইন্টারনেট, মডেম, ডিজিটাল ক্যামেরা, ডেক্সটপ কম্পিউটারসহ ওয়েবক্যাম।

এআইসিসি ও এর পার্শ্ববর্তী অঞ্চলের কৃষক যাতে ইন্টারনেটের মাধ্যমে স্কাইপিতে সরাসরি কৃষি বিশেষজ্ঞের সাথে কথা বলে কৃষি সমস্যার সমাধান পেতে পারে সে বিষয়েও তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

কৃষি তথ্য সার্ভিসের জেলা অফিসের কর্মকর্তা কৃষিবিদ হাবিবুল্লাহ বলেন, অত্র অফিস কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় কৃষি তথ্য বিস্তারে কাজ করে যাচ্ছে। এছাড়া বিনামূল্যে কৃষিকথা, লিফলেট, ফোল্ডার, বুকলেট, পোস্টার বিতরণসহ কৃষকদের তথ্য সরবরাহে কাজ করছে। জেলার প্রত্যন্ত অঞ্চলে ফসল উৎপাদনের আধুনিক কলাকৌশল সম্বলিত ভিডিও ডকুমেন্টারি নিয়মিত প্রদর্শন করা হচ্ছে। ফলে কৃষকদের মধ্যে এখন আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে।

তিনি আরও বলেন, কৃষক এখন আইপিএম পদ্ধতিতে কীটনাশক ছাড়াই ধান, গম, ভুট্টা, শাক-সবজিসহ অন্যান্য ফসল উৎপাদন করছে। জেলা অফিসের সহায়তায় কৃষক তার তাৎক্ষনিক সমস্যার সমাধান পাচ্ছে। কৃষির উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।

এমনই এক পরিস্থিতিতে গুটি কয়েক ঊর্ধ্বতন কর্মকর্তার উদাসীনতায় কৃষি তথ্য সার্ভিসের জেলা অফিস বন্ধ করে দেয়া হচ্ছে। এমনকি কুষ্টিয়া থেকে পাবনায় সরিয়ে নেয়ার ষড়যন্ত্র হচ্ছে বলেও একটি সূত্রে জানা গেছে।

ফলে জুন মাসের পর থেকে কুষ্টিয়াসহ পার্শ্ববর্তী এলাকার অর্ধলক্ষ কৃষক কৃষি তথ্য সেবা থেকে বঞ্চিত হতে যাচ্ছে।

(কেকে/পিএস/জুন ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test