E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে ধানের বীজ সংরক্ষণ কর্মশালা

২০১৫ জুন ২৫ ১৬:৪১:১৭
শেরপুরে ধানের বীজ সংরক্ষণ কর্মশালা

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ‘বিনা’ (বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট) উদ্ভাবিত সম্ভাবনাময় আমন ধানের চাষাবাদ ও বীজ সংরক্ষণ বিষয়ে কৃষক ও মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করা হয়েছে। বৃহস্পতিবার নালিতাাড়ী বীনা উপকেন্দ্রে দিনব্যাপি এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বিনা ময়মনসিংহ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে।

কর্মশালায় বিনা ময়মনসিংহ গবেষণা পরিচালক ড. হোসনে আরা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের পরিচালক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক ড. আব্দুস সালাম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মহসীন আলী, ড. মো জাহাঙ্গীর আলম , ড. মো. আবুল কালাম আজাদ, ড. মো. মঞ্জুরুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরীফ ইকবাল প্রমুখ বক্তব্য রাখেন। এ প্রশিক্ষণ কর্মশালায় নালিতাবাড়ী উপজেলার ৫০ জন কৃষক ও ১০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহন করেন। কর্মশালা শেষে ৫০জন প্রশিক্ষিত কৃষকের মাঝে বিনা ধান-৭ ও বিনা ধান-১১ এর ৫ কেজি করে বীজ ধান বিতরণ করা হয়।
(এইচ/পিবি/জুন ২৫,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test