E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে ঢেঁড়সের মাঠ দিবস পালিত

২০১৪ মে ২০ ১৮:০৭:২৩
দিনাজপুরে ঢেঁড়সের মাঠ দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মঙ্গলবার খাদ্য নিরাপত্তায় অম্লীয় মাটিতে ডলোচুনের প্রভাব বিষয়ক ঢেঁড়সের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আরডিআরএস বাংলাদেশ আয়োজনে কর্ণেল বিশ্ববিদ্যালয় ইউএসডিএ আমেরিকার আর্থিক সহযোগিতায় ফুড ফর প্রগ্রেস ফর বাংলাদেশ প্রকল্পের বাস্তবায়নে উপজেলার নিজপাড়া ইউনিয়নের উত্তর নিজপাড়া (হিন্দু পাড়া) গ্রামের ডালিম চন্দ্র রায়ের জমিতে খাদ্য নিরাপত্তায় অম্লীয় মাটিতে ডলোচুনের প্রভাব বিষয়ক ঢেড়স ফসলের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কৃষক শ্যামল চন্দ্র রায়ের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরডিআরএস ব্যবস্থাপক (শষ্য) মোঃ হাসানুজ্জামান। বক্তব্য রাখেন মাঠ প্রশিক্ষক মোঃ নাজমূল হোসেন, পাল্টাপুর ইউনিয়ন ফেডারেশন সভাপতি গীতা রাণী রায়, কৃষক মোঃ গোলাম হোসেন ও উপকারভোগী কৃষক ডালিম চন্দ্র রায় প্রমুখ।
বক্তারা বলেন, ফসল ভেদে ডলোচুন ব্যবহার করে গম, ভুট্টা, আলু, সরিষা, ডাল, মসলা ও সবজি জাতীয় ফসলের ফলন ১০-৫০ শতাংশ বৃদ্ধিপায়। প্রতি শতক জমিতে ৪কেজি ডলোচুন একবার প্রয়োগ করলে পরবর্তী ৩ বছর চুন প্রয়োগ করতে হয়না। মাঠ দিবস অনুষ্ঠানে ১০০জন কৃষকের মাঝে বিনা মুল্যে ১শতক জমিতে পরীক্ষা মূলক ৪কেজি করে ডলোচুন ও ১ শতক জমি পরিমাপ করার জন্য ২৬ মিটার রশি বিতরন করা হয়েছে।
(এটি/এএস/মে ২০, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test