E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে কৃষি উৎপাদন বাড়ানো হবে’

২০১৫ আগস্ট ০৬ ১৫:৪৫:৪৮
‘ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে কৃষি উৎপাদন বাড়ানো হবে’

রংপুর প্রতিনিধি : ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে দেশের কৃষি উৎপাদন বাড়ানো হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে রংপুরের পীরগঞ্জে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

এজন্য সরকার এ পদ্ধতিকে শক্তিশালী করতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে জানান স্পিকার।

কৃষি ক্ষেত্রে সাফল্যের কথা উল্লেখ করে স্পিকার বলেন, এ কৃতিত্ব দেশের কৃষকদের।

এর আগে, স্পিকার পীরগঞ্জ প্রেসক্লাবের লাইব্রেরি উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বাল্যবিয়ে রোধে এক কর্মশালায় অংশ নেন তিনি। উপজেলা মহিলা খামারী সমাবেশেও তিনি বক্তব্য দেন।

স্পিকার প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ ও হুইলচেয়ার বিতরণ করেন।

এসময় সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, পুলিশ সুপার আব্দুর রাজ্জাকসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/আগস্ট ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test