E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে আগাম ও খরা সহিষ্ণু আউশ ধানের পরীক্ষামূলক আবাদ

২০১৫ আগস্ট ২১ ১৩:৪৪:০৬
গোপালগঞ্জে আগাম ও খরা সহিষ্ণু আউশ ধানের পরীক্ষামূলক আবাদ

গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ ধান গবেষনা ইনিষ্টিটিউট উদ্ভাবিত ব্রি ধান ৪৩ বোনা আগাম ও খরাসহিষ্ণু আউশ ধানের পরীক্ষামূলক আবাদ শুরু হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলার নিলফা গ্রামের রইচ শেখের জমিতে এ ধানের আবাদ করা হয়।

কৃষকদের এ জাতের ধান চাষে উদ্বুদ্ধ করতে আনুষ্ঠানিকভাবে ধান কাঁটা ও মাড়াই করে এর উৎপাদনের পরিমাণ দেখা হয়েছে। এ উলক্ষে সেখানে অনুষ্ঠিত হয় মাঠ দিবস। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.সমীর কুমার গোস্বামী।

বাংলাদেশ ধান গবেষনা ইনিষ্টিটিউটের ফরিদপুরের ভাঙ্গা আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মোহাম্মদ আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যানের মধ্যে টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ড. মোঃ মনিরুজ্জামান, ব্রি ভাঙ্গা কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী মোঃ তারেক আজিজ, কৃষক রইচ শেখ প্রমূখ বক্তব্য রাখেন। এসময় স্থানীয় কৃষক ও এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ধান গবেষণা ইনিষ্টিটিউটের ফরিদপুরের ভাঙ্গা আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মোহাম্মদ আমির হোসেন বলছেন, ব্রি ধান ৪৩ বোনা আউশ ধানের একটি জাত। এটি একটি আগাম ও খরাসহিষ্ণু জাত। তিন ভাবে বীজ বোনা যায়- ছিটিয়ে, সারি করে এবং ডিবলিং পদ্ধতিতে। ব্রি ধান ৪৩ দেশের খরাপ্রবণ এলাকায় বপনযোগ্য ধান । জাতটির জীবন কাল মাত্র ১০০ দিন। উপযুক্ত পরিচর্যা পেলে ব্রি ধান ৪৩ হেক্টর প্রতি ৩.৫ টন ফলন দিয়ে থাকে।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.সমীর কুমার গোস্বামী বলেন, এজাতের ধান এ অঞ্চলের কৃষকের ভাগ্যের উন্নয়ন ঘটাবে। এ জাতের ধান কাটার পর কৃষকরা অন্য ফসল ফলাতে পারবে। তিনি এ জাতের আউশ ধান চাষের জন্য কৃষকদেরকে এগিয়ে আসতে বলেন।

এ জাতের ধান চাষী নিলফা গ্রামের কৃষক রইচ শেখ জানান, তিনি তার ১৩ কাঠা জমিতে এ জাতের ধান চাষ করে প্রচন্ড খরা থাকা সত্বেও ভালো ফলন পেয়েছি। অন্য জাতের হলে ফলন ভাল হতো না। তিনি আগামী বছর আরো বেশী পরিমান জমিতে এ জাতের ধানের চাষ করবেন এবং এলাকার অন্য কৃষকদেরকেও এ জাতের ধানের চাষ করার জন্য আহবান জানান।


(এমএইচএম/এসসি/আগষ্ট২১,২০১৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test