E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে কৃষকদের মাঝে বিনামুল্যে গম বীজ-সার বিতরণ

২০১৫ নভেম্বর ১০ ১৬:৪০:৪৫
শেরপুরে কৃষকদের মাঝে বিনামুল্যে গম বীজ-সার বিতরণ

শেরপুর প্রতিনিধি : শেরপুরে নতুন জাতের উচ্চ ফলনশীল গমের আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্মসূচী গ্রহণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের গম গবেষণা কেন্দ্র। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত নতুন জাতের গমের আবাদ সম্প্রসারনকল্পে কৃষক এবং মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের চাষাবাদ কলাকৌশল, বীজ উৎপাদন ও সংরক্ষণে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

সেইসাথে গম আবাদে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শেরপুর সদর ও নকলা উপজেলার ২৪ জন কৃষকের মাঝে এক বিঘা জমি আবাদ করার জন্য বারি-২৪,২৫,২৬,২৭,২৮ ও ২৯ জাতের গম বীজ ও সার বিনামুল্যে প্রদান করা হয়েছে। ১০ নবেম্বর মঙ্গলবার বিকেলে শেরপুর খামারবাড়ী চত্বরে বিতরন অনুষ্ঠানে জামালপুর কৃষি গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নারায়ন চন্দ্র বসাক, শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. আব্দুস সালাম ও বারি’র কৃষি বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

কৃষি বিশেষজ্ঞরা জানান, বারি উদ্ভাবিত এসব নতুন জাতের গম আবাদ করে কৃষকরা যেমন আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি এতে করে শষ্যের নীবিড়তাও বাড়বে। শস্য বহুমুখী করণ ও খাদ্য নিরাপত্তা অর্জনেও সহায়ক হবে। শেরপুর খামারবাড়ীর হিসাব মতে, জেলায় এবছর ১ হাজার ৩০০ হেক্টর জমিতে গম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

(এইচবি/এএস/নভেম্বর ১০, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test