E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুরে শুরু হয়েছে নবান্ন উৎসব

২০১৫ নভেম্বর ১৬ ১৮:৫৭:৫২
দুর্গাপুরে শুরু হয়েছে নবান্ন উৎসব

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : এই হেমন্তে কাটা হবে ধান, আবার শূন্য গোলায় ডাকবে ফসলের বান-পৌষপার্বণে প্রাণ-কোলাহলে ভরবে গ্রামের নীরব শ্মশান শ্লোগানে নেত্রকোণার দুর্গাপুরে শুরু হয়েছে নবান্ন উৎসব-১৪২২।

সোমবার জেলার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের আদিবাসী পল্লী গোপালপুর গ্রামে উৎসবের আয়োজন করে উপজেলা ও জেলা প্রশাসন।

এ উপলক্ষে দুপুর সাড়ে ১২টার দিকে ওই গ্রামে ফসলের মাঠে ধান কেটে উৎসবের উদ্বোধন করেন, জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)(অঃদাঃ) মোহাম্মদ মোখলেছুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম খাঁন ,সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান শাহীনুর আলম সাজুসহ জেলা ও উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ধান কাটা, ধান মাড়িয়ে গোলায় ধান তোলা এসব আনন্দকে আরও বাড়িয়ে তোলতে নবান্ন উৎসবকে ঘিরে গ্রামীণ বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবেরও আয়োজন করা হয়। গোপালপুর পাহাড়ের পাদদেশে সেগুন বাগানে অনুষ্ঠিত সব আয়োজনে উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয়রা অংশ নেন।

(এনএস/এএস/নভেম্বর ১৬, ২০১৫)


পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test