E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে ৪শ’ বিঘা জমির আখে মাজরা পোকা

২০১৫ নভেম্বর ২২ ১৬:১৬:৩১
গোবিন্দগঞ্জে ৪শ’ বিঘা জমির আখে মাজরা পোকা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাধীন মহিমাগঞ্জস্থ রংপুর চিনিকল এলাকার প্রায় ৪শ বিঘা জমির আখ মাজরা পোকায় খেয়ে ফেলেছে । 

চিনিকল কর্তপক্ষের সরবরাহ করা ও বাজারের কীটনাশকে প্রয়োগ করেও কোন কাজ না হওয়ায় সতীতলা ও পুনতাইড় ব্লকের জমির আখ মরে গেছে। এই এলাকার আখের জমির দিকে তাকালে চোখে পড়ে মাঠের পর মাঠ শুধু বিবর্ণ মরা দন্ডায়মান আখ ক্ষেত। অর্থ ব্যয় করে দীর্ঘ মেয়াদী এ ফসল চাষ করলেও এখন পোকায় খেয়ে ফেলা মাঠ ভরা মরা আখ নিয়ে চরম বিপাকে পড়েছে কৃষকরা ।

চলতি মৌসুমে রংপুর চিনিকলের বিভিন্ন এলাকায় এবার ৩ হাজার ৮শ ৮২ একর জমিতে আখ চাষ করা হয়েছে। এলাকাবাসী ও চিনিকলের পরিসংখ্যানে চিনিকল স্থাপিত হওয়ার পর এবারই সবচেয়ে কমপরিমান জমিতে আখ চাষ হয়েছে। তবে এবার আখের ফলন ভালো হলেও চিনিকল এলাকার পুনতাইর ও সতিতলা ব্লকের চাষ করা আখে ব্যাপক ভাবে পোকা ও রোগবালাইয়ে আক্রাত হয়ে ক্ষেতের আখ মরে যাচ্ছে। ক্ষেতের পর ক্ষেত আখ মরে শুকিয়ে যাওয়ায় চরম ক্ষতির শিকার হচ্ছে কৃষকরা ।

ক্ষতিগ্রস্ত এলাকার একাধিক আখচাষীরা জানান, দায়িত্বরত চিনিকলের ইক্ষু উন্নয়ন সহকারীর সাথে যোগাযোগ করে তার দেয়া পরামর্শ অনুযায়ী এবং তার সরবরাহ করা কীটনাশক আক্রান্ত জমিতে প্রয়োগ করা হলেও তাতেও কোন ফল হয়নি ।

সাদা রং এর পোকা প্রথমে ফুটাকরে কান্ডের ভেতরে ঢুকে পরো আংশটি ক্ষেয়ে ফেলে। মাত্র দুই সপ্তাহের মধ্যে এসব এলাকার প্রায় ৪শ’ বিঘা জমির আখ পোকা ও রোগবালাইয়ে মরে গেছে। আর মাত্র একমাস পরেই যেখানে এই আখ চিনিকলের সরবরাহ করে টাকা পাওয়ার কথা ছিল ঠিক তার পূর্বমূহর্তে আখ মারা যাওয়ায় এই এলাকার কৃষকরা চরম বিপাকে পরেছে।
পুনতাই গ্রামের অনেক কৃষক মরা আখ কেটে জ্বালানী হিসেবে ব্যবহারের জন্য বাড়ী নিয়ে যাচ্ছে। একমাত্র অর্থকারী ফসল আখের এই দুরাবস্থায় হতাশা হয়ে পড়েছে আখচাষীরা। এই ক্ষতি পুষিয়ে উঠতে সহযোগিতা চান চিনিকল কর্তৃপক্ষের নিকট এবং সেই সাথে দ্রুত চিনিকল চালুর দাবি জানিয়েছেন তারা।

এ ব্যাপারে রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক বলেন, পোকা আক্রান্ত এলাকায় বিভিন্ন ধরণের কীটনাশক প্রয়োগ সহ পোকা ও রোগ বালাই প্রতিরোধে নানা ধরণের পদক্ষেপ নেয়া হয়েছিল। কিন্ত কোন কিছুতেই কাজ হয়নি। এটা এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ। আগামীতে পোকাই যাতে কৃষকরা ক্ষতির শিকার না হয় তার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।


(এসআইডি/এসসি/নবেম্বর২২,২০১৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test