E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীনগরে শুরু হয়েছে সরিষা মাড়াই

২০১৬ জানুয়ারি ১৬ ১৭:০২:১৮
রাণীনগরে শুরু হয়েছে সরিষা মাড়াই

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে চলতি রবি মৌসুমে পুরোদমে শুরু হয়েছে সরিষা মাড়াই কাজ। তবে ফলনে বিপর্যয়ের কারণে উপজেলার কৃষকরা হতাশায় ভুগছেন। বন্যার ধকল  পুষিয়ে নেয়ার জন্য কৃষকরা  ফসলী জমিতে সরিষা চাষ করলেও কাটা মাড়ার সময় ফলন বিপর্যয়ের কারণে কৃষকদের আবারও লোকসানের কবলে পড়তে হচ্ছে।

গত বন্যার কারণে উপজেলায় রোপা-আমন ধানের ব্যাপক ক্ষতি হলেও দ্রুত বন্যার পানি নিম্ম অঞ্চল থেকে নেমে যাওয়ায় বন্যার ক্ষতি পুষিয়ে নিতে চাষ যোগ্য জমিতে আগাম সরিষা চাষে ব্যস্ত হয়ে ওঠে কৃষকরা । এসময় সরকারীভাবে কৃষকদের মাঝে কৃষি উপকরণ, সরিষার বীজ, রাসায়নিক সার বিনা মূল্যে বিতরণ করায় এই এলাকার কৃষকদের পক্ষে আগাম জাতের সরিষা চাষ করা সম্ভব হয়েছিল। কিন্তু কৃষকরা সরিষার আশানুরুপ ফলন না পাওয়ায় বুক ভরা আশা যেন হতাশায় পরিণত হয়েছে।

রাণীনগর উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে, চলতি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ৪ হাজার ২শ’ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়। শুরুতেই সরিষা ক্ষেতে পোকা-মাকড়ের আনাগোনা দেখা দিলেও সরিষা ক্ষেত অনেকটা রোগ-বালাই মুক্ত হওয়ায় বাম্পার ফলনের আশা করছিল কৃষকরা। কিন্তু বর্তমান বাজারে প্রতি মন (৪০ কেজি) সরিষা ১৩শ’ টাকা বেশি দরে বিক্রি হওয়ায় কৃষক সরিষা চাষে লোকসানের ঘানি টানছে।

উপজেলা কৃষি অফিসার এসএম গোলাম সারওয়ার জানান, বিগত বছরের তুলনায় সবচেয়ে বেশি পরিমান সরিষা চাষ হয়েছে এবার। কিছূ এলাকায় ফলন ভাল হলেও বেশ কিছু এলাকায় সরিষার ফলন বিপর্যয়ের কথা আমি শুনেছি। তবে ধান লাগানোর জন্য তারাহুরো করে কৃষকরা সরিষার দানা পরিপক্ক হওয়ার আগেই কাটার কারণে ফলন বির্পযয় হতে পারে বলে জানান তিনি।

(বিএম/এইচআর/জানুয়ারি ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test