E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন

দেশে নারী উদ্যোক্তা সৃষ্টিতে ঋণ সুবিধা বাড়ানোর তাগিদ

২০১৬ জানুয়ারি ২৬ ২০:০৩:৪০
দেশে নারী উদ্যোক্তা সৃষ্টিতে ঋণ সুবিধা বাড়ানোর তাগিদ

নাটোর প্রতিনিধি : কৃষকদের শস্য,মৎস্য, পশু পালন, সেচ ও খামার যন্ত্রপাতি, চলতিপুঁজি এবং এসএমই ঋণ সুবিধার পাশাপাশি গরু মোটাতাজাকরণ, স্কুল ব্যাংকিং ও কেচোঁ কম্পষ্ট ঋণ সুবিধা প্রদানের তাগিদ দিয়েছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনজুর আহমদ। এসময় ওই কর্মকর্তা নারী উদ্যোক্তা সৃষ্টি করতে প্রতিটি ব্যাংকে একটি করে হলেও একজন মহিলাকে ঋণ সুবিধা দেওয়ার কথা বলেন। মঙ্গলবার নাটোর শহরের চকরামপুর এলাকার একটি চাইনিজ রেস্তোরায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী যৌথ সম্মেলনে বক্তৃতাকালে প্রত্যেক ব্যাংক কর্মকর্তাদের তাগিদ দেন তিনি।

রাকাব নাটোর জোনাল ম্যানেজার নজরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক মনজুর আহমদ বলেন, দেশের সীমিত সম্পদকে কাজে লাগাতে সঠিক পেশাদারিত্ব বজায় রেখে সকলকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে। তিনি আরো বলেন,সরকারের ভিশন বাস্তবায়নে স্কুল ব্যাংকিং ঋণ সুবিধাসহ বিষমুক্ত খাদ্য উৎপাদনে কেচোঁকম্পষ্ট এবং নারী উদ্যোক্তা সৃষ্টি করতে নারীদের ব্যাংক ঋণ প্রদান করতে হবে। নারীরা কাজ করতে চায়, তারা কখনও ঋণ খেলাপী হয় না।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাকাব বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মুহাম্মদ মাহমুদ হাসান, নাটোর জোনাল নিরিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ। সম্মেলনে রাকাবের নাটোর জেলার ২২টি ব্যাংকের ব্যবস্থাপকসহ ৭০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। সম্মেলনটির সার্বিক পরিচালনায় ছিলেন অফিসার্স ফোরাম ও কর্মচারী সংসদ নেতৃবৃন্দ।

(এমআর/পি/জানুয়ারি ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test