E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় ফাল্গুন মাসেই আম,সাথে মুকুল

২০১৬ ফেব্রুয়ারি ২৪ ১২:১৯:৫৬
গাইবান্ধায় ফাল্গুন মাসেই আম,সাথে মুকুল

গাইবান্ধা প্রতিনিধি: কৃষি বিজ্ঞানের আর্শীবাদের ফলে আমাদের জীবন হয়েছে অনেক সহজ এবং উপভোগ্য। তারই একটি প্রমাণ মিলেছে গাইবান্ধায়, অবাক হলেও সত্য, ভারতীয় ‘খিরশা’ জাতের এবং নামের এ আম গাছটিতে বছরে তিন বার মুকুল আসে। শুধু তাই নয়, এই ফাল্গুন মাসে আমের মুকুলের সাথে আমও ধরেছে

গাইবান্ধা জেলার সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজারের নুরুজ্জামান মিয়ার বাড়ির উঠানে এ গাছটি। গাছটিতে এ পযন্ত দুইবার আম ধরেছে।

নুরুজ্জামান মিয়া জানান ২০১৪ সালে কৃষি মেলা থেকে খিরশা নামের ভারতীয় জাতের এই বিশেষ আমের চারাটি তিনি সংগ্রহ করেন। পরে ২০১৫ সালে ছোট্ট এই আম গাছটিতে ১০টি আম ধরে। আবার আম পাকার সময় হলেই গাছটিতে নতুন পাতা গজায় এবং মুকুল আসে।

এভাবে পর্যায়ক্রমে বছরে তিন বার আম ধরে এই গাছটিতে। আমগুলো অনেক মিষ্টি ও সুস্বাদু।

দ্বিতীয় দফায় ফাল্গুন মাসে আম পাঁকার সময় হয়েছে আবার নতুন গাছটিতে মুকুলও এসেছে। বিশেষ জাতের এই আম গাছটি দেখার জন্য অনেক লোকই ভীড় জমায় নুরুজ্জামানের বাড়ীতে।



(আরএ/এস/ফেব্রুয়ারি২৪,২০১৬)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test