E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে ঝড়ে উঠতি বোরো ধানের ক্ষতি, ফলন বির্পযয়ের আশংকা

২০১৬ এপ্রিল ০১ ১৯:০৪:৩৪
নাটোরে ঝড়ে উঠতি বোরো ধানের ক্ষতি, ফলন বির্পযয়ের আশংকা

নাটোর প্রতিনিধি : বৃহস্পতিবারের রাতের ঝড়ে নাটোরের হালতিবিলের উঠতি পাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ফলন বিপর্যয়ের আশংকা করছেন কৃষকরা।

খবর পেয়ে শুক্রবার দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ডঃ আলহাজ আহমেদ, নলডাঙ্গা উপজেলা কৃষি অফিসার আমিরুল ইসলামসহ স্থানীয় কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত বোরো ক্ষেত পরিদর্শন করেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, হালতিবিলের অধিকাংশ জমির প্রায় ৮০ ভাগ ধান পাক ধরেছে।

এ সমস্ত পাকা ধান ঝড়ের কবলে মাটিতে লুটে পড়েছে। পাকা ধানগুলো শীষ থেকে ঝরে পড়েছে মাটিতে। আধা-পাকা ধানগুলো নিয়ে কৃষকরা পড়েছেন দুশ্চিন্তায়। কেউ কেউ আধা-পাকা এসব ধান মাটিতে ঝরে পড়ার আগেই কেটে নিচ্ছে।

হালতিবিলের খোলাবাড়িয়া গ্রামের কৃষক আশরাফুল ইসলাম জানান, ঝড়ের কারনে বিলের অধিকাংশ জমির পাকা ধান মাটিতে পড়ে গেছে। এ অবস্থায় বিঘা প্রতি অন্তত ৩ থেকে ৪ মন ফলন কম হবে। যদি দু’একদিনের মধ্যে আর কোন প্রাকৃতিক দুর্যোগ না হয় আর ঠিক ঠাক রোদ হয়; তাহলে কৃষকের কিছুটা ক্ষতি কম হবে। একই কথা জানালেন, খাজুরা গ্রামের কৃষক সাদেকুর রহমান, মহিবুর রহমানসহ আরো অনেকে।

নলডাঙ্গা উপজেলা কৃষি অফিসার আমিরুল ইসলাম জানান, জিরাসাইল ও মিনিকেট জাতের ধানের কিছুটা ক্ষতি হয়েছে। ব্রি-২৮,২৯ সহ অন্যান্য জাতের ধানের অবস্থা ঠিকই আছে।

তিনি জানান, এই উপজেলায় ৮ হাজার ৮০ হেক্টর জমিতে বোরোর চাষ হয়েছে। ঝড়ের কবলে ১০ থেকে ১২ ভাগ জমির ধান মাটিতে পড়ে গেছে। এতে বড় ধরনের কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। বিঘাপ্রতি দুই থেকে আড়াই মন ধান ফলন কম হবে। তাতে কৃষকদের শঙ্কার কিছু নেই।

(এমআর/এএস/এপ্রিল ০১, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test