E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে ভারী বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

২০১৬ এপ্রিল ০৫ ১৭:০৪:২৩
মদনে ভারী বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

নেত্রকোণা প্রতিনিধি : গত ক’দিন ধরে প্রবল বর্ষণের ফলে মদন উপজেলার পৌরসভাসহ ৮টি ইউনিয়নে ব্রি-২৮ ধান পানিতে পরে গেছে। ফলে ধান কাটা শুরু হতে না হতেই কৃষকরা ব্রি-২৮ ধান নিয়ে বেকায়দায় পরেছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে,এ উপজেলায় পৌরসভাসহ ৮টি ইউনিয়নে ১৬ হাজার ৭শত হেক্টর মোট বোর জমি আবাদ করা হয়। এর মধ্যে ব্রি-২৮ জাতের ধান আবাদ করা হয় ৭ হাজার ৩শত ৪০ হেক্টর। অধিকাংশ ইউনিয়নেই কৃষকরা আগাম ধান গোলায় তোলার জন্য ব্রি-২৮ ধান আবাদ করেন।

গত ক’দিন ধরে প্রবল বৃষ্টি হওয়ায় খাল,বিল,ডোবা,নদী এক হয়ে গেছে। জমিতে জমিয়ে থাকা পানি সরানোর কোন জায়াগায় না থাকায় বিশেষ করে ব্রি ২৮ জাতের ধান পরে গেছে,কিছু কিছু এলাকায় ধান কাটা শুরু হলেও শ্রমিক সংকটের কারণে কৃষকরা ধান কাটতে পারছে না। তিয়শ্রী ইউনিয়নের কৃষক শাহাজাহান, মাঘান ইউনিয়নের কৃষক আবুল কালাম,ফতেপুর ইউনিয়নের কৃষক কুদ্দুছ মিয়া জানান, এভাবে বৃষ্টি থাকায় আমাদের জমির ধান পানির সাথে মিশে গেছে। অধিকাংশ জমির ধান পঁচন ধরেছে।

তিয়শ্রী ইউপি চেয়ারম্যান ফকর উদ্দিন আহমেদ জানান,ভাটি অঞ্চলের মানুষ দুযোর্গ থেকে রক্ষা জন্য আগাম জাতের সাধারণত ব্রি-২৮ ধান আবাদ করেন। এভাবে বৃষ্টি হতে থাকলে আমাদের এলাকার কৃষকরা অনেক ক্ষতিতে পরবে।

এ ব্যাপারে উপজেলার কৃষি অফিসার গোলাম রসুল জানান,এবার এ উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হলেও প্রতিদিন অভিরাম বৃষ্টি অব্যাহত থাকায় বোরো ধান কাটা কৃষকদের জন্য হুমকি হয়ে পরবে।

(এএমএ/এএস/এপ্রিল ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test