E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়লেখায় কৃষকদের মাঝে আউশ প্রনোদনার কৃষি উপকরণ বিতরণ

২০১৬ এপ্রিল ২৭ ১৪:৪৮:৪৩
বড়লেখায় কৃষকদের মাঝে আউশ প্রনোদনার কৃষি উপকরণ বিতরণ

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখায় ৮৬০ জন কৃষকের মাঝে আউশ প্রনোদনা হিসেবে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের আউশ প্রনোদনা কর্মসূচির আওতায় ২০১৬-১৭ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৮০০ জন কৃষককে বিঘা প্রতি পাঁচ কেজি করে উফশী ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়। এ ছাড়া ৬০ জন কৃষককে বিঘা প্রতি ১০ কেজি করে নেরিকা ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমপি সার বিতরণ করা হয়েছে। উফশী আউশের বিঘা প্রতি সেচ খরচ বাবদ ৪০০ টাকা, নেরিকা আউশের বিঘা প্রতি সেচ এবং আগাছা দমনের জন্য ৮০০ টাকা করে বিকাশের মাধ্যমে কৃষকদের মুঠোফোনে অথবা ব্যাংক হিসাবের মাধ্যমে বিতরণ করা হবে।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, রাহেনা বেগম হাছনা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, প্রাণী সম্পদ কর্মকর্তা আশরাফুল আলম খান, প্রেসক্লাব সভাপতি অফিস রঞ্জন দাস প্রমুখ।

(এলএস/এএস/এপ্রিল ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test