E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে টিপন মিয়ার ধান কাটা-মাড়াইয়ের আধুনিক যন্ত্র উদ্ভাবন

২০১৬ মে ২৩ ১২:২৫:০১
মদনে টিপন মিয়ার ধান কাটা-মাড়াইয়ের আধুনিক যন্ত্র উদ্ভাবন

মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা মদন উপজেলার প্রত্যন্ত এলাকার কৃষকের সন্তান মোস্তফা হোসেন টিপন আলোড়ন তুলেছেন ধান-কাটা মাড়াই ও ওড়ানোর আধুনিক যন্ত্র উদ্ভাবন করে। তার প্রসংশা এখন গ্রামে গঞ্জে,হাটে,বাজারে। উপজেলার কাইটাইল ইউনিয়নের পাচহার বরবাড়ী গ্রামের মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে ওয়ার্কশপ মেকানিক্স মোস্তফা হোসেন টিপন (২৮)। বাবা মৃত আব্দুর রহমান ও মা জুবেদা আক্তারের ৫ সন্তানের মধ্যে টিপন তৃতীয়।

রবিবার সকালে সরেজমিনে মদন বাস স্ট্যান্ডের সামনের হাওড়ে গেলে তার উদ্ভাবনী ধান-কাটা,মাড়াই ও ওড়ার যন্ত্রটির দেখতে পাই। তিনি গ্রামের স্কুলে প্রাথমিক জ্ঞান অর্জন করেছিলেন। অভাবের সংসার থাকায় উপজেলার জাহাঙ্গীরপুর সেন্টারে প্রথমে মেশিন মেরামতের কাজ করতেন । সেখানে আয় বেশি না হওয়ায় পরে একটি ওয়ার্কশপের দোকান দেন। ছোট বেলা থেকেই নতুন কিছু তৈরি করা ছিল তার নেশা। মেশিনের দোকান দেওয়া থেকেই তিনি কি ভাবে কৃষকরা সহজে ধান-কাটা,মাড়াই ও ওড়ার কাজ করতে পারে এ বিষয়ে চিন্তা করতে থাকে।
উদ্ভাবক মোস্তফা হোসেন টিপন জানায়, আমার এলাকায় বোরো মৌসুমে পানি এসে বেড়িবাঁধ ভেঙ্গে হাওড়ে ডুকে জমি তলিয়ে নিয়ে যায়। কিভাবে সহজে ধান-কাটা ,মাড়াই ওড়ার কাজ করা যায় এ চিন্তা করে আমি এ মেশিনটি তৈরি করেছি । এ মেশিনটি তৈরি করতে আমার প্রায় ৬ লাখ টাকা লেগেছে। টিপনের তৈরি এ উদ্ভাবনী মেশিনটি ঢাকা ধান গবেষণাা ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান আব্দুর রহমান,প্রকৌশলী বিজ্ঞানী বিধান বাবু,প্রকৌশলী আকরাম সাহেব দেখে যান এবং তারা তার ভুয়সী প্রসংশা করেন।

ফতেপুর ইউনিয়নের কৃষক রেনু মিয়া,মাঘান ইউনিয়নের কৃষক তৈফিক মিয়া,পৌর সভার বাড়ী ভাদেরার কৃষক রবিউল,জাহাঙ্গীরপুরের কৃষক খায়রুল জানান,আমরা এ মেশিন দিয়ে ধান কাটা,মাড়াই করতে খরচ কম হয়েছে,শ্রমিক দিয়ে কাটলে এর চেয়ে দ্বিগুন বেশী লাগত,জামেলাও অনেক। বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু জানান,আমি নিজেইও তার উদ্ভাবনী মেশিনটি দেখেছি। এটি একটি যুগান্তকারী আবিস্কার। সরকারী সহযোগিতা পেলে সে আরও নতুন নতুন কৃষি উপকরণ তৈরি করে কৃষি নির্ভর বাংলাদেশকে জাতীয় ও অর্থনৈতিতে ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।

উপজেলা কৃষি অফিসার গোলাম রসুল জানান,টিপনের উদ্ভাবনী কম্বাইন্ড হার্ভেস্টার এ মেশিন দিয়ে ১ একর জমির ধান কাটতে মাত্র ৪ হাজার টাকা খরচ হয়। যেখানে এ এলাকায় বর্তমানে শ্রমিক দিয়ে ১ একর জমির ধান কাটতে লাগে ১০ হাজার টাকা। তার এ মেশিন দিয়ে প্রতিদিন ৫ একর জমির ধান কাটা সম্ভব ।



(এএমএ/এস/মে২৩,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test