E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্থায়ী জলাবদ্ধতার কারণে রোপা-আমন ধান চাষ হুমকির মুখে

২০১৬ আগস্ট ০৮ ২০:৫৭:১৭
স্থায়ী জলাবদ্ধতার কারণে রোপা-আমন ধান চাষ হুমকির মুখে

নওগাঁ প্রতিনিধি : গত কয়েক দিন আগের টানা বর্ষণ কমলেও নওগাঁর রাণীনগরে স্থায়ী জলাবদ্ধতার কারণে রোপা-আমন ধান চাষ বর্তমানে হুমকির মুখে পড়েছে। নওগাঁর পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত কুজাইল স্লুইচ গেটের পাল্লা খুলে দেয়ার কারণে নওগাঁর ছোট যমুনা নদী থেকে প্রবল বেগে পানি রতনদাঁরি হয়ে লোকালয়ে প্রবেশ করে রোপা-আমন ধান চাষযোগ্য ফসলী জমি তলিয়ে তিনটি ইউনিয়নে অধিকাংশ জমিতে স্থানীয় কৃষকরা ধান লাগাতে পারছেনা।

জানা গেছে, উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল নামক স্থানে নওগাঁর ছোট যমুনা নদীর পানি কৃষি কাজে ব্যবহারের জন্য ১৯৮৬ সালে রতনদাঁড়ি খালের মোহনায় নওগাঁর পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ দুই পাল্লা বিশিষ্ট একটি স্লুইচ গেট নির্মাণ করে। শুরুতেই এর রক্ষণা-বেক্ষণের লোক থাকলেও কয়েক বছর পর তাকে অন্যত্র বদলি করার ফলে দীর্ঘদিন ধরে স্লুইচ গেটটি দেখা-শোনা করার জন্য কোন অপারেটর নাই। এই সুযোগে স্থানীয় কিছু মৎস্যজীবী বর্ষা মৌসুমে মাছ ধরার উদ্দেশ্যে ইচ্ছেমত স্লুইচ গেটের পাল্লা উঠানো-নামানো করার ফলে ছোট যমুনা নদী থেকে প্রবল বেগে পানি রতনদাঁড়ি হয়ে রক্তদহ বিলে প্রবেশ করছে এবং গত এক সপ্তাহ ধরে লাগাতার বৃষ্টিপাতের কারণে বিলের পানি তারাতারি বৃদ্ধির ফলে রাণীনগর সদরের খট্টেশ্বর, রাজাপুর, দাউদপুর, সিংড়াডাঙ্গা, সিম্বা, লোহাচূড়া, গোনা ইউনিয়নের ভবানীপুর, কাজীপাড়া, পীরেরা, বয়না, লক্ষীপুর, কোচপাড়া ও কাশিমপুর ইউনিয়নের সর্বরামপুর, এনায়েতপুর, মঙ্গলপাড়া মাঠের প্রায় দুই হাজার হেক্টর রোপা-আমন ধান চাষযোগ্য ফসলি জমি তলিয়ে যায়। রোদের কারণে রক্তদহ বিল ও রতনদাঁড়ির পানি কমতে শুরু করলেও তারাতারি বিলের পানি বের হওয়ার কোন পথ না থাকায় ব্যাপক জলাবদ্ধতার কারণে চলতি রোপা-আমন মৌসুমের ধান চাষ অনিশ্চিত হয়ে পড়েছে।


(বিএম/এস/আগস্ট০৮,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test