E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় শেষ শ্রাবণের বৃষ্টিতে রোপা আমন ধান চাষের ধুম

২০১৬ আগস্ট ১৩ ১১:১৩:২৩
নওগাঁয় শেষ শ্রাবণের বৃষ্টিতে রোপা আমন ধান চাষের ধুম

নওগাঁ প্রতিনিধি : শ্রাবণ শেষের বৃষ্টিতে আবাদ উদ্বৃত্ত উত্তরের নওগাঁ জেলার রোপা আমন চাষীরা জমিতে ধান লাগানোর কাজে মহাব্যস্ত সময় পার করছেন। মাঠের পর মাঠ জেলা জুড়ে রোপা আমন ধান চাষের ধুম পড়ে গেছে। কৃষক-কিষানীদের যেন নাওয়া-খাওয়ার সময় নেই।

কয়েকদিনের বৃষ্টির পানিতে আমনের জমি তৈরী, বীজতলা থেকে চারা তুলে তা জমিতে লাগানো কাজে তারা ফুসরত পাচ্ছেননা। বৃষ্টির পানিতে এই ধান ভাল হয় বলে রোপা আমন ধান চাষে খরচও কম লাগে। তবে কামলা সংকটের কারনে পুরুষের পাশাপাশি নারী শ্রমিকরা ধান লাগানো কাজে ব্যস্ত হয়ে পড়েছে।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে জেলায় ১ লাখ ৯৬ হাজার ৬৪ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উপসী জাতের ১ লাখ ৭৪ হাজার ৬৩৮ হেক্টর এবং স্থানীয় জাতের ২১ হাজার ৪২৬ হেক্টর। বৃহস্পতিবার পর্যন্ত জেলায় রোপা আমন ধান লাগানো হয়েছে ১ লাখ ৬২ হাজার ৫শ’ হেক্টর জমিতে। এর মধ্যে উপসী জাতের ১লাখ ৯৬ হাজার ৬৪ হেক্টর ও স্থানীয় জাতের ৫ হাজার ৫শ’ হেক্টর জমিতে।

উল্লেখিত পরিমাণ জমিতে আমন চাষের জন্য বীজতলা তৈরী করা হয়েছিল ১১ হাজার ১শ’ হেক্টর জমিতে। খরার কারনে জেলায় যে সব কৃষক রোপা আমন ধান চাষে বিরত ছিল, শ্রাবণ শেষের বৃষ্টিতে সেসব কৃষক নয়া উদ্যোমে আমন চাষে মাঠে নেমেছে। এতে করে এবার নওগাঁ জেলায় রোপা আমন ধান চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সত্যব্রত সাহা জানিয়েছেন।


(বিএম/এস/আগস্ট১৩,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test