E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীর কৃষকের গলার কাটার নাম পাট!

২০১৬ আগস্ট ১৬ ১৬:০০:১৭
রাজবাড়ীর কৃষকের গলার কাটার নাম পাট!

দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী : পদ্মাপাড়ের কৃষি প্রধান অর্থনীতি সমৃদ্ধ একটি জেলা রাজবাড়ী। এ মৌসুমে রাজবাড়ী জেলায় মোট আবাদী জমির ৪৮,০২০ হেক্টর জমিতে কৃষকেরা পাটের চাষ করেছেন বলে জানিয়েছেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালন শ্রী নিবাস দেবনাথ।

পাট নিয়ে এবার বিপাকে পড়েছে রাজবাড়ী জেলার পাটচাষীরা। একর প্রতি পাটের উৎপাদন খরচের তুলনায় বাজার মূল্য না পাবার কারনে ক্ষতির মুখে পরেছেন রাজবাড়ী জেলার পাটচাষীরা। রাজবাড়ী জেলার কৃষকেরা জানিয়েছে ২৫ শতাংশ জমিতে পাটের উৎপাদন খরচ দাঁড়িয়েছে ১০,৬০০/= টাকা। ( ২৫ শতাংশ নিজ জমিতে পাটের উৎপাদন খরচ, বীজ ক্রয় ৪০০ টাকা, জমি চাষ ৫০০ টাকা, সেচ দুই বার ১৮০০ টাকা, সার ৭০০টাকা, আগাছা পরিষ্কার ১২০০ টাকা, পাট কাঁটা ৪ ৬০০=২৪০০ টাকা, ধোয়া ৬ ৬০০= ৩৬০০ টাকা) সেক্ষেত্রে একর প্রতি খরচ দাঁড়ায় ৪২,৪০০ টাকা।

রাজবাড়ী সদর উপজেলার কৃষক মোঃ কালাম শেখ, জব্বার, বালিয়াকান্দি উপজেলার কৃষক হাসমত, বিরাজ, স্বপন, গোয়ালন্দ উপজেলার আব্দুল খলিল, বক্কার মোল্যা জানিয়েছেন, এবার ২৫ শতাংশে পাটের সর্বোচ্চ উৎপাদন ৬ মনের উদ্ধে নয়। বর্তমান ১৪০০-১৫০০ টাকার বাজার মূল্যে যার দাম দাঁড়িয়েছে ৯,০০০/= (নয় হাজার টাকা)। সেক্ষেত্রে একর প্রতি বাজার মূল্য ৩৬,০০০/= হাজার টাকা সেক্ষেত্রে ক্ষতির পরিমান ৬,৪০০ টাকা।

রাজবাড়ী জেলার কৃষক মোঃ নাছির শেখ বলেন, অনেক কৃষক ক্ষতির হিসাব করে জমি থেকে পাট কাটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, অনেকেই পাট থেকে শুধু শ্রমিকের অভাবে পাট ধুতে পারছে না।

কেন ক্ষতির মুখে পাটচাষীরা এমন প্রশ্নের জবাবে বালিয়াকান্দি উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন বলেন, শুধুমাত্র শ্রমিকের অতিরিক্ত মুজরির কারনে কারণেই এবার ক্ষতির মুখে পড়েছে পাটচাষীরা। তিনি স্বীকার করে বলেন, পাট কাটা থেকে শুরু করে ধোয়া পর্যন্ত প্রতিদিন শ্রমিকের মূল্য দাঁড়িয়েছে ৬০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত।

রাজবাড়ী জেলার নটাপাড়া গ্রামের কৃষক ভবেশ সরকার বলেন, সন্তান মৃত্যুবরণ করলে পিতা-মাতা যেমন শেষকৃত্যের আগে একবার মহান সৃষ্টিকর্তার কাছে সন্তানের জীবন ফিরে পাবার প্রার্থনা করেন তেমনি এদেশের কৃষকেরা প্রতি বছর লাভের আশায় জমি চাষ করেন।

(ডিবিডি/এএস/আগস্ট ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test