E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পাটের সুদিন ফিরছে

২০১৬ আগস্ট ১৭ ১৮:৪৮:৪০
পাটের সুদিন ফিরছে

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে পাটের সুদিন ফিরে আসছে। দিন দিন নাগরপুরের চাষীদের মাঝে পাট চাষের আগ্রহ বাড়ছে। পূর্বে রাজা রায়বাহাদুরের আমলে নাগরপুরে গয়হাটা ছিল দক্ষিণ টাঙ্গাইলের পাটের সবচেয়ে বড় হাট।

কথিত আছে জমিদাররা সবাই পাট ব্যবসার সাথে জড়িত ছিলেন। সে সময় গয়হাটা থেকে পাট বোঝায় বড় নৌকা যেত ভারতের কলকাতায়। কিন্তু জমিদাররা চলে যাওয়ার পর ও পাটের ন্যায্যমূল্য না পাওয়ায় এ অঞ্চলের কৃষকরা পাট চাষের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পাটের প্রতি আলাদা নজর দেওয়ায় এবং কৃষকদের ন্যায্য মূল্য দেওয়ায় আবার কৃষকরা পাট চাষের প্রতি ঝুঁকছে। দিন দিন বৃদ্ধি পাচ্ছে এ অঞ্চলে পাট চাষ।

উপজেলা কৃষি কর্মকর্তা বিএম রাশেদুল আলম জানান, এবার নাগরপুর উপজেলায় ৩৫শ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। এবার কৃষকরা তাদের উৎপাদিত পাট ও পাট শোলা বিক্রি করে ভাল দাম পাচ্ছেন। গয়হাটার কৃষক গফুর শেখের সাথে কথা বললে তিনি বলেন তিনি এবার ৩০শতাংশ জমিতে পাট চাষ করেছেন। সব খরচ বাদ দিয়ে তিনি প্রায় ৮হাজার টাকা লাভ পাবেন। সরেজমিনে গয়হাটা পাটের হাটে গিয়ে দেখা যায়, সেখানে ১৪০০-২০০০ টাকা পর্যন্ত প্রতি মন পাট বিক্রি হচ্ছে।

পাটের পাইকারী কয়েকজন ক্রেতার সাথে কথা বললে তারা জানান, সরকার থেকে যদি পাটের দাম নির্ধারন করে দিতেন তাহলে তারা কৃষকদের পাটের ন্যায্য মূল্য দিতে পারতেন। তারা নিজেরা ঝুকির মধ্যে থেকেই এই দামে পাট কিনছেন। এই অঞ্চলের অনেকেই বলেন যদি তারা সরকার থেকে সাহায্য সহযোগিতা ও পাটের ন্যায্য মূল্য পান তাহলে পূর্বের ন্যায় এ অঞ্চলের পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পারবেন।

(আরএসআর/এএস/আগস্ট ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test