E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে কৃষকের মাঠ দিবস পালিত

২০১৬ নভেম্বর ০৩ ১৬:১৭:০৩
ঈশ্বরদীতে কৃষকের মাঠ দিবস পালিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বিনা উদ্ভাবিত জলমগ্নতা সহিষ্ণু ও স্বল্প জীবনকাল সম্পন্ন উচ্চ ফলনশীল রোপা আমন ধানের জাত বিনাধান-১৭ এর প্রচার ও সম্প্রসারনের লক্ষ্যে ঈশ্বরদীর অড়োণকোলায় বৃহস্পতিবার কৃষকের মাঠ দিবস পালিত হয়েছে।

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড (সিসিটিএফ) প্রকল্পের অর্থায়নে এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ঈশ্বরদী উপকেন্দ্রের পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ এস.এম. হাছেন আলী। বিশেষ অতিথি ছিলেন পাবনার উপ-পরিচালক কৃষিবিদ বিভূতি ভূষণ সরকার, ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রওশন জামাল এবং বিনা ঈশ্বরদী উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ রোক্নূজ্জামান। এলাকার কৃষক ছাড়াও বক্তব্য রাখেন বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ছায়েমা খাতুন।

এসময় বক্তারা কৃষকদের উদ্দেশ্যে বিনাধান-১৭ এর বৈশিষ্ট প্রসংগে বলেন, এই ধান ক্ষরা সহিষ্ণু , ৩০ ভাগ কম পানি লাগে এবং সারও ২০-৩০ ভাগ কম ব্যবহার হয়। স্বল্প জীবনকাল (১১২-১১৮ দিন) ও আগাম পাকে । উচ্চ ফলনশীল হওয়ায় হেক্টর প্রতি উৎপাদন হয় ৬.৫ মেট্রিক টন এবং চাউলের আকৃতি হয় চিকন ও লম্বা , খেতেও সুস্বাদু। এছাড়া এই জাতের ধানের জীবনকাল কম হওয়ায় সহজে পরবর্তী ফসল যেমন আলু, গম, ভুট্টা, রসুন, ডাল ও তেল জাতীয় ফসল চাষ ওই জমিতে করা যায়।

(এসকেকে/এএস/নভেম্বর ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test