E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে চল্লিশা আলু চাষে কৃষকদের ব্যপক আগ্রহ

২০১৬ নভেম্বর ২৩ ১৬:৩৫:৪৩
গৌরীপুরে চল্লিশা আলু চাষে কৃষকদের ব্যপক আগ্রহ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের গৌরীপুরে ‘একই জমিতে অনেক চাষ- স্বল্প সময়ে অধিক লাভ’ শ্লোগানে কৃষি অধিদপ্তরের সহযোগিতায় শুরু হয়েছে আলু চাষ। তারমধ্যে চল্লিশা জাতের আলুই চাষ হচ্ছে বেশী। চল্লিশা জাতের আলু রোপনের দিন থেকে গুণে ৪০দিন পর এ আলু উত্তোলন করায় বোরো রোপনে কোন সমস্যা হয় না। এ মৌসুমে গৌরীপুরে ১৪৪২হেক্টর জমিতে আলু চাষের জন্য প্রস্তুতি চলছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাদিকুর রহমান জানান, আমন মৌসুমের ধান কাটার পর বোরো ধান রোপনের পূর্বমুর্হুত সময় জমির ব্যবহার করে কৃষকরা আভ্যন্তরিন রবি ফসল উৎপাদনের মাধ্যমে অধিক লাভবান হচ্ছেন।

উপসহকারী কৃষি কর্মকর্তা ফিরোজা বেগম জানান, চল্লিশা জাতের আলু রোপনের দিন থেকে গুণে ৪০দিন পর এ আলু উত্তোলন করায় বোরো রোপনে কোন সমস্যা হয় না।

উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ভোলানাথ সরকার জানান, এ মৌসুমে গৌরীপুরে চল্লিশা জাতের ১২৪০ হেক্টর, জাম আলু জাতের ২৭ হেক্টর, রংপুরী আলু জাতের ১৫০ হেক্টর ও উপসী জাতের আলু ১৫ হেক্টর চাষের জন্য প্রস্তুতি চলছে।

পরিসংখ্যান অনুযায়ী এ বছর আলু চাষ করছেন ৩হাজার ২৬৭জন কৃষক। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ নাজমুল ইসলাম বলেন, স্বল্প সময় অল্প পুঁজি ব্যবহারের মাধ্যমে আলুচাষী অধিক লাভবান হওয়ায় প্রতিবছরই এ উপজেলা আলু চাষ বাড়চ্ছে।






(এসঅাইএম/এস/নভেম্বর ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test