E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাটে রোপা-আমন ধানের বাম্পার ফলন

২০১৬ নভেম্বর ২৯ ১৭:১৯:২৬
হালুয়াঘাটে রোপা-আমন ধানের বাম্পার ফলন

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : হালুয়াঘাটে রোপা-আমনে বাম্পার ফলনে কৃষকের মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক। আবহাওয়া অনুকুলে থাকার কারণে এবার হালুয়াঘাটে রোপা-আমনের বাম্পার ফলন হয়েছে। অনান্য বছরের তুলনায় ধানের বাজার চড়া থাকায় কৃষকের মুখে প্রশান্তির ছাপ পড়েছে, ঘরে ঘরে নবান্নের পিঠা-পুলির উৎসবের আমেজ। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ২৪.৫ শত হেক্টর রোপা-আমন জমিতে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ বছর রোপা-আমন মৌসুমে হালুয়াঘাটে হাইব্রিড জাতের ব্রি ধান-৪৯, পাইজাম, চিনিশাইল, তুলসিমালা, মোটাধান সহ কালিজিরা জাতের ধানের বাম্পার ফলন হয়েছে। রোপনের শুরু থেকেই পরিমিত বৃষ্টি, ইউরিয়া ও পটাশ সারের গুণগত ব্যবহার, ছত্রাকনাশক কীটনাশক প্রয়োগের ফলে এ বছর রোপা-আমন চাষাবাদে ফসলের উন্নতি ঘটেছে। প্রতি বৎসরের ন্যয় কাঠা প্রতি দ্বিগুন ফলন উৎপাদন হয়েছে।

নতুন ধান বাজারে আসার পর থেকেই বাজারমূল্য সন্তোষজনক বলে কৃষকরা জানিয়েছে।। বর্তমানে প্রতিমণ মোটা ধান বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকা পর্যন্ত।

উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আহম্মদ বলেন, এ বছর রোপা আমন ধান চাষাবাদ সঠিক পরিচর্যা এবং আবহাওয়া অনুকুলে থাকায় মাঠ পর্যায়ে কর্মকর্তাদের দেখভালের কারণেই উৎপাদনের লক্ষ্যমাত্রা দ্বিগুন বৃদ্ধি পেয়েছে।

(জেসিজি/এএস/নভেম্বর ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test