E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাটে বীজতলা পরিচর্যায় ব্যস্ত কৃষক

২০১৬ ডিসেম্বর ১২ ১৭:৫৪:১৪
হালুয়াঘাটে বীজতলা পরিচর্যায় ব্যস্ত কৃষক

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : হালুয়াঘাটে রোপা আমনের ফসল উঠতে না উঠতেই ৭৩ হাজার কৃষক বোরো আবাদের জন্য বীজতলা পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন। জানা যায়, সীমান্ত পাদদেশ ঘেষা মেঘালয় রাজ্যের দক্ষিণপ্রান্তে বাংলাদেশ ভূ-খন্ডের ময়মনসিংহ জেলায় অবস্থিত হালুয়াঘাট উপজেলায় ২২ হাজার হেক্টর কৃষি জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধান আবাদে ১৭.৫০০ হেক্টর ও হাইব্রীড জাতের ধান ৪.৫০০ হেক্টর জমি নির্ধারণ করা হয় এবং ১১ শত হেক্টর কৃষি জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। বোরো আবাদের পাশাপাশি অন্যান্য কৃষি বীজ যেমন, গম, সরিষা, ভূট্টা ও মুগ ডাল উপজেলার ৪৩০ জন কৃষকের মাঝে সরকার কর্তৃক বরাদ্দকৃত বিভিন্ন প্রকার বীজ দুইমাস পূর্বে বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আহম্মেদ এ প্রতিবেদক কে জানায়, প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন না হলে রোপা আমনের বাম্পার ফলনের চেয়েও বেরো মৌসুমে অধিক ফলন সম্ভব হবে। সরকার কর্তৃক বরাদ্দকৃত প্রণোদনা সঠিকভাবে কৃষক/কৃষাণীদের মাঝে বন্টন করা হয়েছে। অধিক ফসল উৎপাদনের জন্য মাঠ পর্যায়ে প্রত্যেক ইউনিয়নে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ বীজতলা সহ ফসল উৎপাদন অবধি কৃষকের তত্ত্বাবধানে নিয়োজিত থাকবেন।

(জেসিজি/এএস/ডিসেম্বর ১২, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test