E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফুলবাড়ীতে প্রান্তিক চাষিদের মাঝে বীজ, সারসহ আর্থিক সহায়তা প্রদান

২০১৭ মার্চ ১৫ ১৭:৩৮:২৮
ফুলবাড়ীতে প্রান্তিক চাষিদের মাঝে বীজ, সারসহ আর্থিক সহায়তা প্রদান

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে বুধবার উপজেলার প্রান্তিক চাষিদের মাঝে আউস ধানের বীজ, সারসহ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
   

উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফের সভাপতিত্বে এবং উপ-সহকারি কৃষি কর্মকর্তা মুক্তি চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় আয়োজিত বীজ, সার ও আর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহেতেশাম রেজা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, যায়যায়দিন সংবাদদাতা রজব আলী, ভোরের কাগজ প্রতিনিধি হারুন-উর-রশিদ, দৈনিক ইনকিলাব সংবাদদাতা প্রভাষক আবু শহিদ, মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম, আজকালের খবর প্রতিনিধি প্লাবন গুপ্ত শুভ প্রমুখ।

সভা শেষে উপজেলার ৬০জন প্রান্তিক চাষির মাঝে উচ্চ ফলনশীল জাতের আউস ধান বীজ ৫কেজি, ইউরিয়ার সার ২০ কেজি, ডিএপি ১০ কেজি, এমপিও ১০সারসহ অর্থ সহায়তা হিসেবে কৃষকদের মোবাইল ফোনের বিকাশ একাউন্টের মাধ্যমে ৩০০টাকা প্রদান করা হয়।

(এসিজি/এএস/মার্চ ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test