E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামরাইয়ে ধানের বাম্পার ফলন

২০১৭ জুন ০৮ ১৩:২৬:৩৩
ধামরাইয়ে ধানের বাম্পার ফলন

দীপক চন্দ পাল, ধামরাই (ঢাকা)  ‍প্রতিনিধি : ধামরাইয়ে ধান উৎপাদনে নজির স্থাপন হয়েছে। সারা দেশের হাওর-বাওর ও বিভিন্ন অঞ্চলে আগাম বন্যায় ও অসময়ে অস্বাভাবিক বিষ্টি পাতের কারনে লক্ষ লক্ষ একর জমির ফসল পানিতে তলিয়ে গিয়ে কৃষক ব্যাপক ক্ষতির মধ্যে পরেছে। ধামরাইয়ের তার উল্টো চিত্র। গোটা উপজেলায় ধানের বাম্পার ফলন হয়েছে।

অনুকুল আবগাওয়া আর সার-কীটনাশক ,উপজেলা কুষি অফিসের পুর্ন সহযোগিতা পরামর্শ প্রদানের জন্য ধান উৎপাদনে তাদের কোনো সমস্যা হয়নি।

পাইছালই গ্রমের কৃষক রাধানাথ রায় (রাধে) জানিয়েছেন বিষ্টিতে কিছুটা ঝামেলা করলেও তেমন কোনো সমস্যা হচ্ছে না,ফলন ভাল হয়েছে বলেন।

ধামরাইয়ের ধান উৎপাদন কারী কৃষক ডেমরানের আবুল কালাম বলেছেন সার-কীটনাশক ,উপজেলা কুষি অফিসের পুর্ন সহযোগিতা পরামর্শ প্রদানের জন্য ধান উৎপাদনে তাদের কোনো সমস্যা হয়নি। তিনি তিন বিঘা জমিতে ধান চাষ করেছেন তার বাম্পার ফলন হয়েছে। তবে ধামরাইয়ে ধানের মাঠে এবার একত্রে ধান পেকে যাওয়ায় শ্রমিকে দাম বেশী। দুই বেলা খাবার দিয়ে ছয় শত টাকার উপরে রোজে শ্রমিক নিয়ে জমির ধান কাটছে কৃষক।

শাজাহান কবীর বলেন, ধামরাইয়ে এই শরিফবাগ আশুলিয়া ডেমরান এদেশের বৃহত্তম প্রজেক্ট। অনেক জায়গায় ধান তলিয়ে গেছে ধামরাইয়ে তলায়নি। তিনি দইু দুই পাখি (৬৬ শতাংশ) জমিতে ধান চাষ করেছেন ,বাম্পার ফলনের কথা জানান।

নজরুল ইসলাম বলেন, মাঠের ধান একতে পেকে যাওয়ায়শ্রমিকের মজুরি ৬ শত টাকার উপরে। ধামরাইয়ে এবার ধানের বাম্পার ফলন হয়েছে।বাজার দরও ভাল প্রাপ্তির কথা জানিয়েছে কৃষক।

কৃষকরা ধান কেটে কেউ কেউ মাঠেই ধান মারাই করে বস্তা ভরে ঘরে নিচ্ছে। বিশাল প্রজেক্টে ধান কেটে ট্রাক করেও নিয়ে আসছে ধান। কৃষক ও শ্রমিকের মাঝে আনন্দ প্রকাশ পাচ্ছে। কৃষানীরাও বসে নেই, মাঠে এসে খড় ও গো খাদ্যা রোদে শুকিয়ে নিচ্ছেন। পাশপাশি তারা বাতাসে ধান উড়িয়ে গোলায় নেবার ব্যবস্থা করছেন। ডিজিটাল যোগে কৃষানীরা ধান ঝেড়ে নিচ্ছে বৈদ্যুতিক পাখার সাহায়্যে। এর ফলে যথা সময় ও পরিচ্ছন্ন করে ধান গোলাজাত করা সহজ হচ্ছে।

ধামরাই উপজেলার সদর ইউপির শরিফ বাগ,আশুলিয়া,ড়েমরান এলাকা এদেশের উর্বর ও বিশাল প্রজেক্টের একটি। প্রায় বিশ বর্গ কিঃমিঃ জুড়ে ধামরাই উপজেলার সদর ইউপির এই ফসলি মাঠে এখন পাকা ধান আর ধান।

সিংঃ-উপজেলা কৃষি কর্মকর্ত মোঃ লুৎফর রহমান সিকদার বলেছেন, অনুকুল আবহাওয়া, যথা সময়ে বিষ্টিপাতের কারনে ও সার-কীটনাশক ,উপজেলা কুষি অফিসের পুর্ন সহযোগিতা পরামর্শ প্রদানের জন্য ধান উৎপাদনে তার উল্টো চিত্র এবার ধামরাইয়ে।

অন্যান্য বারের তুলনায় ঢাকার ধামরাই উপজেলার সর্বত্র ধানের বাম্পার ফলন হয়েছে। ইতি মধ্যেই ধান কটা শুরু হয়েছে ধামরাইয়ে বলে তিনি জানান।

কৃষি অফিস সুত্র মতে, এবার ধামরাইয়ে সাড়ে তের হাজার হেক্টর জমিতে ধান উৎপাদন করা হয়েছে। উৎপদানের লক্ষ মাত্রা ৮০ হাজার মেট্রিকটন ধান উৎপাদন ছাড়িয়ে যাবে বলে আশা বাদ ব্যক্ত করেন উপজেলা কৃষি কর্মকর্ত মোঃ লুৎফর রহমান সিকদার।

(ডিসিপি/এসপি/জুন ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test