E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কর্মকর্তা না থাকায় চৌহালী কৃষি বিভাগে কার্যক্রমে অচলাবস্থা

২০১৭ জুলাই ২৭ ১৭:১৩:২৮
কর্মকর্তা না থাকায় চৌহালী কৃষি বিভাগে কার্যক্রমে অচলাবস্থা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় গুরুত্বপুর্ণ শুন্য পদে কর্মকর্তা না থাকায় কৃষি বিভাগে কার্যক্রম অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

জানা যায়, কৃষি মন্ত্রনালয়ের আওতাধীন উপজেলা পর্যায়ে এক জন উপজেলা কৃষি অফিসার, ১জন অতিরিক্ত কৃষি কর্মকর্তা, ২জন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, ১জন সহকারি কৃষি সম্প্রসরন কর্মকর্তা, ২১জন উপ-সহকারি কৃষি সম্প্রসরণ কর্মকর্তা, ১জন প্রধান সহকারি,২জন অফিস সহকারি, ১জন পি পিএস এম, ২জন পি পি এম কর্মরত থাকার কথা। কিন্তু চৌহালী উপজেলা কৃষি বিভাগের ১০টি গুরুত্বপুর্ণ পদে কোন কর্মকর্তা-কর্মচারি নেই।

উপজেলা কৃষি অফিসার সাহাদত হোসাইন সিদ্দিকী অন্যত্র বদলী হযে চলে যায়। কৃষি সম্প্রাসরণ কর্মকর্তার রওশন আরা বর্তমানে (ভারপ্রাপ্ত)হিসেবে কৃষি অফিসারের দায়িত্ব প্রায় ৩ মাস ধরে পালন করে আসছেন। তিনি একজন মহিলা হওয়ায় দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছেন।

খাষপুকুরিয়া ইউনিয়নের কোদালিয়া গ্রামের সচেতন কুষক মাজম সিকদার বলেন, উপজেলা কৃষি অফিস থাকলেও গুরুত্বপুর্ণ পদে কোন কর্মকর্তা নেই। এতে সকল কার্যক্রম ঝিমিয়ে পরেছে। ক্ষেতের রোগ-বালাই দমন ও প্রতিরোধ, চারা রোপন পদ্ধতি, সার ও কীটনাশক প্রয়োগ এবং সঠিক পরিচর্যার জন্য কৃষকরা তেমন কোন পরামর্শ পাচ্ছে না। ফলে আমন বোর ও ইরি চাষ সহ রবি মৌসুমে চাষাবাদ মারাত্বক ভাবে ব্যহতসহ উৎপাদনের লক্ষ মাত্রা অর্জিত নিয়ে আশংকা দেখা দিয়েছে।

নাম প্রকাশ না করা শর্তে কয়েক জন কর্মকর্তা-কর্মচারি বলেন,কর্মকর্তাদের পদ খালি থাকায় অফিসের দৈনন্দিন কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। মনিটরিং না থাকায় মাঠ পর্যায়ে সঠিক ভাবে কাজ হয় না। কৃষকদের দাবি ডিজিটাল বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার অব্যাহত রাখতে হলে চৌহালী কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারি নিয়োগ দিযে দপ্তরকে সচল করুন। অফিস সচল হলে আমরা প্রশিক্ষণ ও পরামর্শ পাব।

উপজেলা কৃষি বিভাগে কৃষি সম্প্রাসরণ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা রওশন আরা বলেন, উপজেলা কৃষি অফিসার সাহদত হোসেন সিদ্দিকী দায়িত্বে থাকা অবস্থায় চৌহালীর কৃষিতে বিপ্লব ঘটে। তার কাছে থেকে যতটুকু শিখেছি তা কৃষকের মাঝে প্রয়োগ করার চেষ্টা করছি। অফিসার না থাকায় দপ্তরে কিছুটা সমস্যা হচ্ছে। দপ্তর সচল করতে ওপরে জানানো হয়েছে,অচিরেই আমরা কর্মকর্তা পাব বলে আশা করছি।
উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমান বলেন, চৌহালীর উন্নয়নে এবং কৃষকের সমস্যা সমাধানের জন্য সর্বদা চেষ্টা চালিয়ে যাব ।

(এমএস/এসপি/জুলাই ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test