E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষকের মাঝে রোপা আমন চারা ও আমন বীজ বিতরণ

২০১৭ আগস্ট ২৭ ১৬:৫৬:৪৬
দিনাজপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষকের মাঝে রোপা আমন চারা ও আমন বীজ বিতরণ

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে রোপা আমন চারা ও আমন বীজ বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

রবিবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে রোপা আমন চারা ও আমন বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ( সম্প্রসারণ) মো. মোশারফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো.গোলাম মারুফ, জেলা পুলিশ সুপার হামিদুল আলম ও সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোস্তফা ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমুজ্জামান।

অনুষ্ঠানে ৮০জন কৃষকের প্রত্যেককে এক বিঘা জমির জন্য বিআর-২৩ জাতের নাবী আমান ধানের চারা ও এক’শ জন কৃষকের প্রত্যেককে কেজি করে ব্রি ধান-৩৪ এর বীজ বিতরণ করা হয়।

এতে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক ও ক।ষুদ্র কৃষকেরা আবারো নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেন।

(এসএএস/এসপি/আগস্ট ২৭, ২০১৭)


পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test