E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বন্যায় ক্ষতিগ্রস্থ অর্ধলাখ কৃষকের মধ্যে প্রণোদনা পেয়েছেন ৩২ জন

২০১৭ সেপ্টেম্বর ২১ ১৫:০১:২২
বন্যায় ক্ষতিগ্রস্থ অর্ধলাখ কৃষকের মধ্যে প্রণোদনা পেয়েছেন ৩২ জন

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় এবারের বন্যায় ক্ষতিগ্রস্থ ৪৪ হাজার ১৫৮জন কৃষকের মধ্যে সরকারি প্রণোদণা হিসেবে ধানের বীজ পেয়েছেন মাত্র ৩২জন কৃষক।

চলতি বছরের ভয়াবহ বন্যায় ধানের চারা প্রথম দফার পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়ে কৃষক। যমুনার পানি কমতে থাকলে দ্বিতীয় দফায় কৃষকরা পুনরায় ধান চাষ রোপনে ধানের চারা সংকটে পড়ে। বিভিন্ন স্থান থেকে ধানের চারা সংগ্রহ করে জমিতে রোপন করে তারা। এরপরও বন্যায় বীজতলা বিনষ্ট হওয়ায় কূল-কিনারা পাচ্ছেনা কৃষকরা। এদিকে, আমন চারা রোপনের মৌসুমও প্রায় শেষ। খাবার সংকটের আশঙ্কায় তৃতীয় দফায় তারা জমিতে চারা রোপন করছেন।

ভূঞাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, চলতি বছর ভয়াবহ বন্যায় উপজেলার ৬টি ইউনিয়নে বিভিন্ন প্রজাতির ধানের চাষ হয়েছিল মোট ৭ হাজার ৩০৫ হেক্টর জমিতে। বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে মোট ৪ হাজার ৬১২ হেক্টর জমির ধান। ক্ষতিগ্রস্থ কৃষকের সংখ্যা প্রায় অর্ধলাখ (৪৪ হাজার ১৫৮জন)। ক্ষতিগ্রস্থ এসব কৃষকের মাঝে ধানের চারা ও বীজতলার সহযোগিতা পেয়েছে মাত্র ৩২ জন কৃষক- যা প্রয়োজনের তুলনায় হাস্যকর।

ভূঞাপুর উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউর রহমান জানান, বন্যার কারণে উপজেলার ফসলাদি, ধানের চারার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পর্যন্ত ৩২ জন কৃষক সরকারি প্রণোদনা হিসেবে বিনামূল্যে ধানের চারা পেয়েছেন। প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের মাঝে ভুট্টা, সরিষা, চিনাবাদাম, বিটি বেগুন ইত্যাদি ধরণের বীজ বিতরণের প্রক্রিয়া চলছে। প্রত্যেক কৃষককে ধৈর্য ধরতে হবে জানিয়ে তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ অব্যাহত আছে।


(আরকেপি/এসপি/সেপ্টেম্বর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test