E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বেঙ্গল ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি সুবীর চৌধুরীর পরলোকগমন

২০১৪ জুন ৩০ ১৮:৫৯:৩৭
বেঙ্গল ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি সুবীর চৌধুরীর পরলোকগমন

নিউজ ডেস্ক : বেঙ্গল গ্যালারি অব ফাইন্ আর্টসের পরিচালক ও বেঙ্গল ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি সুবীর চৌধুরী সোমবার সকালে অস্ট্রেলিয়ার সিডনিতে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন।

তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি মস্তিষ্কের শিরায় ক্যান্সারজনিত জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা এবং অগণিত বন্ধু ও সুহৃদ রেখে গেছেন।

তিনি বাংলাদেশের চিত্রকলা আন্দোলনকে সঞ্জীবিত ও দেশে-বিদেশে বাংলাদেশের চিত্রকলাকে পরিচিতকরণের জন্য নিরন্তর কাজ করেছেন ও বহু প্রদর্শনীর আয়োজন করেছেন। ঢাকা এশীয় দ্বি-বার্ষিক চারুকলা প্রদর্শনীর আয়োজন ও সুষ্ঠু ব্যবস্থাপনায় তাঁর অবদান স্মরণীয় হয়ে আছে।

তিনি ১৬ মার্চ অস্ট্রেলিয়ার তিনটি শহরে বাংলাদেশের সমকালীন শিল্পীদের ‘জন্মভূমির গান’ শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন ও ১০ সদস্যের একটি দল নিয়ে অস্ট্রেলিয়া গমন করেন। ক্যানবেরায় প্রদর্শনীর উদ্বোধনী দিনে তিনি আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। শারীরিক পরীক্ষার পর তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিডনির ওয়েস্টমিড হাসপাতালে ভর্তি করা হয়। অস্ট্রেলিয়ায় চিকিৎসাকালে বেঙ্গল ফাউন্ডেশন সর্বদা তাঁর সঙ্গী ছিল। ডাক্তারের পরামর্শে তাঁকে এপ্রিলে কেমোথেরাপি দেওয়া শুরু করা হয়।

সুবীর চৌধুরীর একমাত্র পুত্র স্থপতি ইমন চৌধুরী উচ্চতর শিক্ষার জন্য ব্রিসবেনে থাকায় তিনি মৃত্যুকালে পিতার শয্যাপাশে ছিলেন। এছাড়া ক্যানবেরা, মেলবোর্ন ও সিডনির অগণিত বাঙালি তাঁর সেবা করেছেন।

সুবীর চৌধুরী ১৯৫৩ সালের ২২ ফেব্রুয়ারি জামালপুরে জন্মগ্রহণ করেন। ষাটের দশকের মধ্যপর্যায়ে আইয়ুববিরোধী আন্দোলনকালে, তিনি যখন স্কুলের ছাত্র, তখন কারারুদ্ধ হন। মুক্তিযুদ্ধকালে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কলকাতাস্থ লিয়াজোঁ অফিসের সঙ্গে যুক্ত থেকে মুক্তিযুদ্ধ সংগঠনে ভূমিকা রাখেন। তিনি ১৯৭৪ সালে চারু ও কারুকলা ইনস্টিটিউট থেকে স্মাতক ডিগ্রি অর্জন করেন।

১৯৭৫ সালে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রকলা বিভাগে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন ও পরবর্তীকালে এই বিভাগের পরিচালক হন। ২০০৪ সালে তিনি বেঙ্গল গ্যালারির পরিচালক হন। পরবর্তীতে তিনি বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক ও ট্রাস্টি হন। তিনি দেশে ও বিদেশে অগণিত প্রদশর্নীর আয়োজন করেন ও বহু উল্লেখযোগ্য সুচারু আর্ট ক্যাম্পের সামগ্রিক ব্যবস্থাপনায় তিনি হয়ে ওঠেন একজন অসামান্য সংগঠক। শিল্পকলা একাডেমী ও বেঙ্গল গ্যালারিতে কর্মসূত্রে তিনি পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেন এবং বিশ্বের খ্যাতনামা গ্যালারিসমূহের সঙ্গে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক গড়ে তোলেন।


(ওএস/এটিআর/জুন ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test