E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বনানীতে রাজউকের উচ্ছেদ অভিযান

২০১৭ অক্টোবর ১৮ ১৫:৫৪:০১
বনানীতে রাজউকের উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার : রাজধানীর বনানীতে যেসব আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে সেসব ভবন চিহ্নিত করে সেখানে উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান চলবে বিকেল ৫টা পর্যন্ত ।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান বলেন, আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এমন ভবন চিহ্নিত করে বনানী ১১ নম্বরের ‘ডি’ ব্লকে আমরা এই উচ্ছেদ অভিযান শুরু করেছি। এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, রাজউকের আওতাধীন আবাসিক এলাকায় যে সব প্লট, ভবন, ফ্ল্যাট ইত্যাদিতে অননুমোদিত/অবৈধভাবে গেস্ট হাউজ, রেস্তোরাঁ, হোটেল, বারসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ফুটপাতে অবৈধ র্যাম্প নির্মিত হয়েছে সেসব অননুমোদিত স্থাপনা-ব্যবহার বন্ধকরণে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রাজউক।

(ওএস/এসপি/অক্টোবর ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test