E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

উৎপাদনের ৬০ শতাংশ ইলিশই বাংলাদেশের

২০১৪ জুলাই ০১ ১৫:৩৬:৩৮
উৎপাদনের ৬০ শতাংশ ইলিশই বাংলাদেশের

স্টাফ রিপোর্টার : বিশ্বের ৬০ শতাংশ ইলিশ মাছই বাংলাদেশে উৎপাদন হয়। আর দেশে মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান শতকরা ১০ শতাংশ। জিডিপিতে অবদান রাখছে ১ শতাংশ হারে।

মঙ্গলবার বেলা ১১টায় মৎস্য অধিদফতরের সভাকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক লিখিত বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন।

তিনি জানান, ইলিশ মাছ উৎপাদনের সফলতা ধরে রাখার জন্য দেশের ১৫টি জেলায় ২ লাখ ২৪ হাজার ১০২টি জেলে পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। ২০০৮-০৯ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল প্রায় ৩ লাখ মেট্রিক টন। তা বেড়ে ২০১২-১৩ অর্থবছরে সাড়ে ৩ মেট্রিক টনে দাঁড়িয়েছে।

‘অন্ন বস্ত্র বাসস্থান, মাছ চাষে সমাধান’ এই স্লোগান সামনে নিয়ে বুধবার থেকে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। ২ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত চলবে এ মৎস্য সপ্তাহ।

সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক লিখিত বক্তব্যে পাঠ করেন। এসময় তিনি মৎস্য উন্নয়নে সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরেন।

তিনি বলেন, মৎস্য খাত অতীতের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে। এই খাতে আরও সফলতা নিয়ে আসার জন্য অনেক পদক্ষেপও ইতোমধ্য হাতে নেওয়া হয়েছে। ২০১২-১৩ অর্থবছরে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি আয় হয়েছে ৪ হাজার ৩১৩ কোটি টাকা। গত পাঁচ বছরে মৎস্য উৎপাদনে গড় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৫ দশমিক ৮৮ শতাংশ।

সংবাদ সম্মেলনে মৎস্য চাষ ও উৎপাদনের সফলতা হিসেবে জানানো হয়, দেশের মোট জনগোষ্ঠীর মধ্যে প্রায় ১ কোটি ৭১ লাখ জনসাধারণ মৎস্য কার্যক্রমের সঙ্গে জড়িত। ২০০৮-০৯ সালে উৎপাদন ছিল ২৭ লাখ ১ হাজার মেট্রিক টন। ২০১২-১৩ অর্থ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ লাখ ১০ হাজার মেট্রিক টন। আগামী ২০২১ সালে ৪৫ লাখ ৫২ হাজার মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

(ওএস/এটিআর/জুন ০১, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test