E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কারাগারে বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা

২০১৭ নভেম্বর ০৩ ১৪:০৫:২৬
কারাগারে বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার : জেল হত্যা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর পুরাতন কেন্দ্রীয় কারাগারের স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জানানো হয়।

প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে কারা অধিদফতরের পক্ষ থেকে অতিরিক্ত আইজি প্রিজন ইকবাল হাসান এবং আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও সাহারা খাতুন ফুল দিয়ে শ্রদ্ধা জানান ।

জাতীয় চার নেতার পরিবারের কোনো সদস্য উপস্থিত না থাকায় কারা অধিদফতরের কর্মকর্তারা তাদের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় তারা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ১৫ আগষ্টের ষড়যন্ত্রের অংশ হিসেবেই ৩ নভেম্বরের জেলহত্যা হয়েছিল। স্বাধীনতা বিরোধীরা এখনো সেই ষড়যন্ত্র অব্যহত রেখেছে।

কারা এই ষড়যন্ত্র করছে এমন প্রশ্নে তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি, যারা দেশের স্বাধীনতা চায়নি, যারা দেশকে আজও মেনে নিতে পারে না তারাই এ ষড়যন্ত্র করছে। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন ষড়যন্ত্র চলছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা কী এই ষড়যন্ত্রের প্রমাণ দেয় না। বিভিন্নভাবে বিভিন্ন সময় তাকে(শেখ হাসিনা) ক্ষমতার বাইরে রাখার জন্য ষড়যন্ত্র হয়েছে, সারা বিশ্ব প্রত্যক্ষ করেছে। সমস্ত ষড়যন্ত্রকে ভেদ করে জাতির পিতার আদর্শ নিয়ে তার কন্যা ও চার নেতার বংশধররা সবাই এক হয়ে লড়াই করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

(ওএস/এসপি/নভেম্বর ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test