E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সিপিএ সম্মেলন শেষ হচ্ছে আজ

২০১৭ নভেম্বর ০৭ ১৩:৩৭:৪৫
সিপিএ সম্মেলন শেষ হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার : কমনওয়েলথভুক্ত দেশগুলোর এমপিদের সংগঠন সিপিএ’র ৬৩তম সম্মেলন শেষ হচ্ছে আজ (মঙ্গলবার)। শেষদিনে ঢাকা ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামবে এ সম্মেলনের। আর এরমধ্য দিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সিপিএ চেয়ারপারসন হিসেবে তিন বছরের মেয়াদ শেষ হচ্ছে।

গত ১ নভেম্বর শুরু হওয়া এ সম্মেলনে কমনওয়েলথভুক্ত ৫২ দেশ ও ১৮০টি সিপিএ ব্রাঞ্চের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য ও অন্যান্য প্রতিনিধিসহ প্রায় ছয়শত ডেলিগেট ব্যস্ততম সময় পার করছেন।

এর আগে গত ৫ নভেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিপিসির রেজুলেশনে (ঢাকা ঘোষণা) নৃশংস নির্যাতনের কারণে বাংলাদেশে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগের প্রস্তাব গৃহীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের (বিআইসিসি) হল অব ফেমে সিপিএর সাধারণ সম্মেলন শুরু হয়েছে। বর্তমান চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী এতে সভাপতিত্ব করছেন। এ অধিবেশনেই সিপিএর নতুন চেয়ারপারসন নির্বাচন করা হবে। এ পদের জন্য প্রার্থী তিনজন, এখন ভোট গ্রহণ চলছে। বিকেলে নতুন নির্বাহী কমিটির বৈঠকের মধ্য দিয়ে শেষ হবে এবারের সম্মেলন।

এর পর আগামীকাল (বুধবার) সম্মেলনে আগত ডেলিগেটদের নিয়ে সম্মেলন পরবর্তী পুনর্মিলনীর আয়োজন করা হবে। বুধবার তাদের গাজীপুরের সফিপুরে আনসার একাডেমি পরিদর্শনে নিয়ে যাওয়া হবে।

(ওএস/এসপি/নভেম্বর ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test