E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সিপিএ’র নতুন চেয়ারপারসন ইমিলিয়া

২০১৭ নভেম্বর ০৭ ১৫:১৬:৫৩
সিপিএ’র নতুন চেয়ারপারসন ইমিলিয়া

স্টাফ রিপোর্টার : কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) নির্বাহী কমিটির নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ক্যামেরুনের নারী এমপি ইমিলিয়া মনজোয়া লিফানকা। তিনি ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুক আইল্যান্ডের নারী এমপি নিক্কি র‌্যাটেল পেয়েছেন ৭০ ভোট। আর দ্বীপ রাষ্ট্র মনসেরাটের এমএলএ শিরলি এম ওসবর্ন পেয়েছেন ১৫ ভোট।

মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে সাধারণ অধিবেশনে ব্যালটের মাধ্যমে দুইজন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে তিন বছরের জন্য চেয়ারপারসন নির্বাচিত হন ইমিলিয়া। এর মাধ্যমে শেষ হল জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর তিন বছরের মেয়াদ।

এবারের নির্বাচনে ২১২টি ভোট ছিল। এরমধ্যে ১৯২ জন ভোট দেন। এতে বাংলাদেশের পক্ষে ভোট রয়েছে ৬টি।

বাংলাদেশের প্রথম কোনো ব্যক্তি হিসেবে ২০১৪ সালের ৮ অক্টোবর সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন পদে ৭০ ভোট পেয়ে নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী পান ৬৭ ভোট। ৩৫ সদস্যের নির্বাহী কমিটির নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে চেয়ারপারসন পদে নির্বাচিত হন তিনি।

১৯১১ সালে সিপিএ’র যাত্রা শুরু হয়। বাংলাদেশ সিপিএ’র সদস্যপদ লাভ করে ১৯৭৩ সালে। ১ নভেম্বর ঢাকায় শুরু হয়েছে ৬৩তম সিপিএ সম্মেলন।

(ওএস/এসপি/নভেম্বর ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test