E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ঢাকাকে পরিকল্পিত নগরী গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান

২০১৭ নভেম্বর ০৮ ১৪:৫২:২২
ঢাকাকে পরিকল্পিত নগরী গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান

স্টাফ রিপোর্টার : রাজধানী ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে হলে ঢাকাকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে হবে উল্লেখ করে সকল নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ জাতীয় জাদুঘর ও জাহাঙ্গীর সার্কেল-এর যৌথ উদ্যোগে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে মোগল সম্রাট জাহাঙ্গীরের ৩৯০তম মৃত্যুবার্ষিকী স্মরণে ‘ঢাকায় রাজধানী প্রতিষ্ঠায় সম্রাট জাহাঙ্গীরের অবদান’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।

আলোচকরা বলেন, ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এই জনপদ, ইতিহাসের সমৃদ্ধ এই নগরীর উন্নয়নে বিভিন্ন সময় নানা পরিকল্পনা নেয়া হয়েছে। আমরা চাই রাজধানীর ইতিহাস ঐতিহ্য রক্ষা করা হোক। সেই সঙ্গে বাসযোগ্য করে গড়ে তোলা হোক রাজধানী ঢাকাকে।

ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে হলে নতুন প্রজন্মের প্রতিনিধিদের মোগল সম্রাট জাহাঙ্গীরের কর্মজীবন সম্পর্কে জানতে হবে বলেও আলোচনা সভায় জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন দুর্লভ সংগ্রাহক ও গবেষক এ কে এম এনায়েত কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আয়েশা বেগম, জাতীয় জাদুঘরের সচিব শওকত নবী, সাংবাদিক জাহাঙ্গীর খান বাবু প্রমুখ।

(ওএস/এসপি/নভেম্বর ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test