E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বন্যা পূর্বাভাস কেন্দ্রের ওয়েবসাইট হ্যাকড

২০১৪ জুলাই ০২ ১৭:৪৮:৪৮
বন্যা পূর্বাভাস কেন্দ্রের ওয়েবসাইট হ্যাকড

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ওয়েবসাইট হ্যাকড হয়েছে। www.ffwc.gov.bd  সাইট খুললেই ইংরেজিতে লেখা দেখা যাচ্ছে ডি জে মাফিয়া।

বুধবার বিকেল ৪টা থেকে সাইটটি হ্যাকড হলেও সতর্কীকরণ কেন্দ্রের কোনো কর্মকর্তা এ বিষয়টি জানে না।

উই আর ডি জেড মা এমএ ডট এ। হ্যাকড বাই আকরাম স্টেল। এর পরই ভেসে উঠছে খালিদ সেনফোর, ফারুক জেনারেল, ম্যাক্স ডি জেড, আমির ডি জেড ৫২, লাকলেল ই এন পারসন ও অ্যাবোড লেখা।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আমিরুল হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘সাইট হ্যাকড হওয়ার বিষয়টি তার জানা নেই। বিকেল পৌনে ৪টা পর্যন্ত ওয়েব সাইট ঠিক ছিল। দ্রুত আমাদের আইটি টিম ওয়েবসাইট ঠিক করার চেষ্টা করবে।’

সরকারি এ সাইটটিতে বন্যা পূর্বাভাসসহ দেশের নদ নদীর পানি বৃদ্ধি এবং বৃষ্টিপাতের খবর জানানো হয়ে থাকে।

(ওএস/এটিআর/জুলাই ০২, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test