E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি ৮৮৪১ জন

২০১৪ জুলাই ০২ ১৮:৩৩:১৭
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি ৮৮৪১ জন

স্টাফ রিপোর্টার : পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, বিশ্বের ৯টি দেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ৮ হাজার ৮৪১ জন বাংলাদেশি রয়েছে। বুধবার সংসদ সদস্য আমিনা আহমেদের এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানান তিনি।

শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছে ৭ হাজার ৮৩ জন এবং পুলিশ বাহিনীর সদস্য রয়েছে ১ হাজার ৭৫৮ জন।

মিশনগুলোর মধ্যে লাইবেরিয়ার ইউএমআইএল মিশনে ৫৪২ জন, আইভোরি কোস্টের ইউএনওসিআই মিশনে ১৮৮১ জন, সুদানের ইউএনএমআইএসএস মিশনে ৫৭৩ জন, কঙ্গোর এমও এনইউএসসিও মিশনে ২৭০১ জন, সুদানের দারফুরের ইউএনএএমআইডি মিশনে ৮৫০ জন, পশ্চিম সাহারার এমআইএসইউআরএসও মিশনে ২৮ জন, লেবাননের ইউএসআইএফআইএল মিশনে ৩২৬ জন, মালিতে এম আইইউএসএমএ মিশনে ১৬০০ জন এবং হাইতিতে এম আইএনইউএসটিএএইচ মিশনে ৩২৫ জন কর্মরত আছেন।

এছাড়া জাতিসংঘ সদর দফতরে নিয়োজিত আছেন ৯ জন।

(ওএস/এস/জুলাই ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test