E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সংখ্যালঘুদের জন্য পৃথক মন্ত্রণালয় দাবি সুরঞ্জিতের

২০১৪ জুলাই ০২ ২১:০৬:৫০
সংখ্যালঘুদের জন্য পৃথক মন্ত্রণালয় দাবি সুরঞ্জিতের

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করার জন্য পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করার দাবি করলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

বুধবার সন্ধ্যায় রাজধানীতে স্বামী ভোলানন্দ গিরি আশ্রমে জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন-২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে প্রয়োজনে আলাদা ব্যাংকসহ সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশে আলাদা প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।’

তিনি আরো বলেন, ‘সুষমা স্বরাজের বাংলাদেশে আগমনের মধ্য দিয়ে ভারতের নতুন সরকারের সাথে সম্পর্কের সূচনা হয়েছে। এ সম্পর্ক আরো দৃঢ় হবে। ভারত একটি গণতান্ত্রিক দেশ। তাই তাদের সঙ্গে অবশ্যই আমাদের সম্পর্ক বজায় রাখতে হবে।

অসাম্প্রদায়িক রাজনীতি করতে হলে বেগম খালেদা জিয়াকে অব্যশই জামায়াত-শিবির জঙ্গীদের সঙ্গ ত্যাগ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, `তারা আন্দোলনের ঘোষণা দিয়েছেন। এরকম ঘোষণা আমরা অতীতেও দেখেছি। আন্দোলনের নামে তিনি সংখ্যালঘুদের উপর নির্যাতন করেছেন।’

সংগঠনের সভাপতি দেবাশীষ পালিতের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন তালুকদার, ঢাকা জেলা ও মহানগর কমিটির সভাপতি শ্রী গৌরাঙ্গ চন্দ্র দে, বরদ্বেশ্বরী কালিমাতা মন্দির ও শ্মশান কমিটির সভাপতি চিত্ত রঞ্জন দাস, বঙ্গবন্ধু সাস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

(ওএস/এস/জুলাই ০২, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test