E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ওআইসির বিশেষ সম্মেলনে যাচ্ছেন রাষ্ট্রপতি

২০১৭ ডিসেম্বর ১০ ১৯:১০:১১
ওআইসির বিশেষ সম্মেলনে যাচ্ছেন রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার : তুরস্ক বুধবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠেয় ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউএনসিএলওএস সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এ কথা জানিয়েছেন।

রাষ্ট্রপতির এ সফর নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

আরব দেশগুলোর আহ্বান উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। এরপরই করণীয় নিয়ে ওআইসির বর্তমান চেয়ারম্যান তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান এই বিশেষ সম্মেলন আহ্বান করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেন, বুধবারের ওই শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রপতিকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন তুরস্কের রাষ্ট্রপতি। সোমবার (১১ ডিসেম্বর) ঢাকা থেকে তুরস্কের উদ্দেশে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রওনা হবেন। তার সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমও রয়েছেন। মূল সম্মেলনের আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) জোটের সদস্য দেশগুলোর কর্মকর্তাদের মধ্যেও বৈঠক অনুষ্ঠিত হবে।

গত ৬ ডিসেম্বর আল-কুদস আস-শরীফ বা জেরুজালেমকে (১৯৬৭ সাল থেকে ইসরাইলের দখলাধীন) ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্রের সরকার। একই সঙ্গে তেল আবিবে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের কথাও বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

(ওএস/অ/ডিসেম্বর ১০, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test