E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলিথিন নিষিদ্ধ আইন কার্যকর করার দাবিতে মানববন্ধন

২০১৪ জুলাই ০৩ ১৩:৩৮:২৯
পলিথিন নিষিদ্ধ আইন কার্যকর করার দাবিতে মানববন্ধন

স্টাফ রির্পোটার : নিষিদ্ধ ঘোষিত পলিথিন অবাধে ব্যবহৃত হচ্ছে। পলিথিন নিষিদ্ধ আইন কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), এনভায়রনমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানেইশন (এসডো), পিস মুভমেন্ট ও সার্চ স্কেটিংসহ পরিবেশবাদী বিভিন্ন সংগঠন।

বৃহস্পতিবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হন তারা।
পলিথিন নিষিদ্ধের আইন কার্যকর ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়ে বক্তারা বলেন, পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ, কাপড়ের ব্যাগ, কাগজের ব্যগ ইত্যাদি সহজলভ্য করে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। পলিথিন শপিং ব্যাগ তৈরির কাঁচামালের ওপর উচ্চ হারে কর আরোপেরও দাবি তুলেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- পবার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ময়না, পিস মুভমেন্ট-এর সভপতি অধ্যাপক কামাল আতাউর রহমান, সার্চ স্কেটিং-এর সভাপতি আরশাদ আলম প্রমুখ।
(ওএস/এএস/জুলাই ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test