E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি

২০১৭ ডিসেম্বর ১৫ ১৯:১১:৪৭
চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি

স্টাফ রিপোর্টার : টঙ্গীর তুরাগ তীরে ২৭ দিন পর শুরু হচ্ছে ২০১৮ সালের বিশ্ব ইজতেমা। আগামী ১২ জানুয়ারি শুক্রবার শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। আখেরি মোনাজাতে ১৫ জানুয়ারি শেষ হবে প্রথম ধাপ। ৪ দিন বিরতির পর ১৯ জানুয়ারি শুক্রবার শুরু হবে দ্বিতীয় ধাপ। ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে ২০১৮ সালের বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা উপলক্ষে চলছে সকল প্রস্তুতি।

বিশ্ব ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন জানান, ২৭ দিন পর শুরু হতে যাচ্ছে ২০১৮ সালের বিশ্ব ইজতেমা। এ উপলক্ষে চলছে সব প্রস্তুতি। এ বছর দুই ধাপে বিশ্ব ইজতেমায় অংশ নেবে দেশের ৩২টি জেলার মুসল্লি। গত ২০১৬ সালে যে ৩২ জেলার মুসল্লি বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছিলেন সেই সব জেলার মুসল্লি এ বছর (২০১৮ সালে) অংশ নেবে। বিশ্বের মুসলিম উম্মাহ দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা। দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি এতে অংশ নেন। ইমান ও আমল ঠিক রাখতে লাখ লাখ মুসল্লি আল্লাহর ইবাদত বন্দেগি করতে বিশ্ব ইজতেমায় জামাতবদ্ধ হয়।

২০১৮ সালের ইজতেমায় অংশ নেবেন ৩২টি জেলার মুসল্লিরা। জেলাগুলো হলো ঢাকা, শেরপুর, নারায়ণগঞ্জ, নীলফামারী, সিরাজগঞ্জ, নাটোর, গাইবান্ধা, লক্ষ্মীপুর, সিলেট, চট্টগ্রাম, নড়াইল, মাদারীপুর, ভোলা, মাগুরা, পটুয়াখালী, ঝালকাঠি, পঞ্চগড়, ঝিনাইদহ, জামালপুর, ফরিদপুর, নেত্রকোনা, নরসিংদী, কুমিল্লা, কুড়িগ্রাম, রাজশাহী, ফেনী, ঠাকুরগাঁও, সুনামগঞ্জ, বগুড়া, খুলনা, চুয়াডাঙ্গা এবং পিরোজপুর।

(ওএস/অ/ডিসেম্বর ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test