E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পিজিআর সদস্যদের চেইন অব কমান্ড মানতে হবে: রাষ্ট্রপতি

২০১৪ জুলাই ০৫ ১৮:১৭:৪২
পিজিআর সদস্যদের চেইন অব কমান্ড মানতে হবে: রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি আব্দুল হামিদ দায়িত্ব পালনের ক্ষেত্রে চেইন অব কমান্ড মেনে চলতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পিজিআর এখন একটি পৃথক রেজিমেন্ট। তাদের চেইন অব কমান্ডের প্রতি অনুগত থাকতে হবে।

রাষ্ট্রপতি শনিবার পিজিআরের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দফতরে শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআর দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন।

রাষ্ট্রপতি অনুষ্ঠানে পিজিআরের শহীদ ও প্রয়াত সৈনিকদের আত্মার শান্তি কামনা করে বলেন, তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এই রেজিমেন্টের দায়িত্ব পালন কাছ থেকে দেখছেন। সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠার পর রাষ্ট্রপতির পাশাপাশি সরকার প্রধানের নিরাপত্তার দায়িত্ব এই রেজিমেন্টের ওপর পড়েছে।

রাষ্ট্রপতি বলেন, আপনাদেরকে মনে রাখতে হবে দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার যেকোনো ত্যাগ জাতির ইতিহাসে সর্বদাই স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, রেজিমেন্টকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। কেননা বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার সুযোগ তারা খুব কম পেয়ে থাকেন।

রাষ্ট্রপতি পরে ভিজিটর বইতে স্বাক্ষর করেন এবং পিজিআর কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে যোগ দেন।

অনুষ্ঠানে সেনাপ্রধান, পিজিআর কমান্ডারসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এটিআর/জুলাই ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test