E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডিএসসিসির প্রকৌশলী বরখাস্ত

২০১৮ জানুয়ারি ৩১ ১৮:২৭:৫৯
ডিএসসিসির প্রকৌশলী বরখাস্ত

স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) নব সংযুক্ত চার ইউনিয়নে উন্নয়ন কাজের মান নিয়ে অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলী এবং উপ-সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার ডিএসসিসি এক অফিস আদেশে তাদের সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা রুজু করেছে। এছাড়া সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান জি কে এন্টারপ্রাইজকে কালো তালিকাভুক্ত করে সংশ্লিষ্ট কাজের গুণগত মান, ব্যবহৃত মালামাল ও পরিমাপ তদন্তপূর্বক প্রতিবেদন দেয়ার জন্য এলজিইডি-বুয়েটকে অনুরোধপত্র দেয়া হয়েছে। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সহকারী প্রকৌশলী মো. খলিলুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী মো. ফরিদুজ্জামান কাজের সুপারভিশনের দায়িত্বে ছিলেন।

উল্লেখ্য, ডিএসসিসির নতুন যুক্ত হওয়া ৫৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদবাগ চৌরাস্তায় ড্রেন নির্মাণে সিমেন্টের বদলে ব্যবহার করা হয় কাদামাটি। এ ঘটনায় উত্তেজিত জনতা ড্রেনটি ভেঙে দেয়। এছাড়া নবসংযুক্ত চার ইউনিয়নের উন্নয়ন কাজের মান নিয়ে ডিএসসিসিতে বিভিন্ন অভিযোগ দেয় স্থানীয়রা। এরই প্রেক্ষিতে এ পদক্ষেপ নিয়েছে ডিএসসিসি।

(ওএস/এসপি/জানুয়ারি ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test